সাতক্ষীরার দেবহাটায় পাক হানাদারমুক্ত দিবসে র্যালী ও আলোচনা সভা

প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০১৮

রেদওয়ানুল ফেরদৌস রনি (সাতক্ষীরা): ৬ ডিসেম্বর দেবহাটা হানাদার মুক্ত দিবসের র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে এ দিবস পালিত হয়।

অনুষ্ঠানে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা চেয়ারম্যান আব্দুল গণির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস-এম মোস্তফা কামাল।

বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেন মশু, দেবহাটা সার্কেলের এএসপি শেখ ইয়াসিন আলী, নির্বাহী অফিসার হাফিজ আল আসাদ, দেবহাটা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুদ্ধহত মুক্তিযোদ্ধা সমিতির সভাপতি আব্দুল মাবুদ গাজী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইয়াসিন আলী, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু রায়হান তিতু প্রমুখ।

/আরএ

Comments