শুক্রবার হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ভারত

প্রকাশিত: ১২:২৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০১৮

স্পোর্টস নিউজ: বাংলাদেশ গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে আফগানিস্তানের বিপক্ষে। ম্যাচটি মাঠে না গড়াতেই হয়ে গেছে সুপার ফোরের সূচি নির্ধারণ! এখন পর্যন্ত খেলার পর বাংলাদেশ ‘বি’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে।

গ্রুপ পর্বের ম্যাচ শেষ হওয়ার আগেই পরিবর্তিত সূচি প্রকাশ করে ফেলেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। সেখানে দেখা যাচ্ছে, ভারতের সবগুলো ম্যাচ রাখা হয়েছে দুবাইতে আর বাংলাদেশসহ বাকি দলগুলোকে খেলতে হবে দুবাই এবং আবুধাবিতে।

ইতোমধ্যেই ভ্রমণক্লান্তি থেকে বাঁচতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কাছে চিঠি পাঠিয়েছিল ভারতীয় বোর্ড। সেখানে তারা বলেছিল, ভারতের খেলাগুলো যেন শুধু দুবাইতে রাখা হয়। সেই অনুযায়ী গ্রুপ পর্বের ম্যাচগুলো শেষ হওয়ার আগেই মঙ্গলবার রাতে সুপার ফোরের সূচি নির্ধারণ করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পরিবর্তিত সূচি প্রকাশ করে বোর্ড  কাউন্সিল।

সেই সূচি অনুসারে বৃহস্পতিবার আফগানিস্তানকে হারালেও গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকছে না বাংলাদেশের। যদিও আগের সূচি অনুযায়ী, সুপার ফোরের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাইতে। সেটা নিয়ে সমালোচনাও কম হচ্ছে না।

কথা ছিল, গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন এবং গ্রুপ ‘বি’ রানারআপ সেখানে মুখোমুখি হবে। অথচ আফগানিস্তানের সঙ্গে খেলার আগেই এসিসি ঠিক করে ফেলেছে, সুপার ফোরের প্রথম ম্যাচ হবে ভারত এবং বাংলাদেশের মধ্যে।

এটা রীতিমতো বিস্ময়কর। কারণ, আগে থেকেই এসিসি ধরে নিয়েছে, আফগানিস্তানের কাছে হেরে যাবে বাংলাদেশ। এদিকে ২০ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে খেলেই বাংলাদেশ দলকে ছুটতে হবে দুবাইয়ে। পরদিন বিকেল সাড়ে ৩টায় আবার নেমে পড়তে হবে মাঠে।

স্পোর্টস নিউজ: বাংলাদেশ গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে আফগানিস্তানের বিপক্ষে। ম্যাচটি মাঠে না গড়াতেই হয়ে গেছে সুপার ফোরের সূচি নির্ধারণ! এখন পর্যন্ত খেলার পর বাংলাদেশ ‘বি’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে।

গ্রুপ পর্বের ম্যাচ শেষ হওয়ার আগেই পরিবর্তিত সূচি প্রকাশ করে ফেলেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। সেখানে দেখা যাচ্ছে, ভারতের সবগুলো ম্যাচ রাখা হয়েছে দুবাইতে আর বাংলাদেশসহ বাকি দলগুলোকে খেলতে হবে দুবাই এবং আবুধাবিতে।

ইতোমধ্যেই ভ্রমণক্লান্তি থেকে বাঁচতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কাছে চিঠি পাঠিয়েছিল ভারতীয় বোর্ড। সেখানে তারা বলেছিল, ভারতের খেলাগুলো যেন শুধু দুবাইতে রাখা হয়। সেই অনুযায়ী গ্রুপ পর্বের ম্যাচগুলো শেষ হওয়ার আগেই মঙ্গলবার রাতে সুপার ফোরের সূচি নির্ধারণ করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পরিবর্তিত সূচি প্রকাশ করে বোর্ড  কাউন্সিল।

সেই সূচি অনুসারে বৃহস্পতিবার আফগানিস্তানকে হারালেও গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকছে না বাংলাদেশের। যদিও আগের সূচি অনুযায়ী, সুপার ফোরের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাইতে। সেটা নিয়ে সমালোচনাও কম হচ্ছে না।

কথা ছিল, গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন এবং গ্রুপ ‘বি’ রানারআপ সেখানে মুখোমুখি হবে। অথচ আফগানিস্তানের সঙ্গে খেলার আগেই এসিসি ঠিক করে ফেলেছে, সুপার ফোরের প্রথম ম্যাচ হবে ভারত এবং বাংলাদেশের মধ্যে।

এটা রীতিমতো বিস্ময়কর। কারণ, আগে থেকেই এসিসি ধরে নিয়েছে, আফগানিস্তানের কাছে হেরে যাবে বাংলাদেশ। এদিকে ২০ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে খেলেই বাংলাদেশ দলকে ছুটতে হবে দুবাইয়ে। পরদিন বিকেল সাড়ে ৩টায় আবার নেমে পড়তে হবে মাঠে।

এক নজরে এশিয়া কাপের সুপার ফোরের চূড়ান্ত সূচিঃ

তারিখ বার ম্যাচ ভেন্যু বাংলাদেশ সময়
২১ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার ভারত বনাম বাংলাদেশ দুবাই বিকাল সাড়ে পাঁচটা
২১ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার পাকিস্তান বনাম আফগানিস্তান আবুধাবি বিকাল সাড়ে পাঁচটা
২৩ সেপ্টেম্বর ২০১৮ রবিবার পাকিস্তান বনাম ভারত দুবাই বিকাল সাড়ে পাঁচটা
২৩ সেপ্টেম্বর ২০১৮ রবিবার বাংলাদেশ বনাম আফগানিস্তান আবুধাবি বিকাল সাড়ে পাঁচটা
২৫ সেপ্টেম্বর ২০১৮ মঙ্গলবার ভারত বনাম আফগানিস্তান দুবাই বিকাল সাড়ে পাঁচটা
২৬ সেপ্টেম্বর ২০১৮ বুধাবার পাকিস্তান বনাম বাংলাদেশ আবুধাবি বিকাল সাড়ে পাঁচটা
২৮ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার ফাইনাল দুবাই বিকাল সাড়ে পাঁচটা

/এসআর

Comments