‘রাজস্ব বান্ধব অ্যাওয়ার্ড’ পেলেন খুলনার ১৮ জন সাংবাদিক

প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, মার্চ ৫, ২০১৮
শেখ নাসির উদ্দিন,খুলনা প্রতিনিধিঃ
রাজস্ব বান্ধন পরিবেশ সৃষ্টিতে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ‘রাজস্ব বান্ধব অ্যাওয়ার্ড’ পেয়েছেন খুলনার ১৮জন সাংবাদিক।
বৃহস্পতিবার (০১ মার্চ) দুপুরে খুলনা কর অঞ্চলের উদ্যোগে মহানগরীর বয়রা এলাকায় কর ভবনের সম্মেলন সভাকক্ষে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠনে প্রধান অতিথি ছিলেন খুলনা কর আপিল অঞ্চলের কর কমিশনার প্রশান্ত কুমার রায়।
খুলনার কর কমিশনার মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি ফারুক আহমেদ ও সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম কর কমিশনার মঞ্জুর আলম।
অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন- এটিএন বাংলার এসএম হাবিব, বৈশাখী টেলিভিশনের মল্লিক সুধাংশু, সময় টিভির মো. তরিকুল ইসলাম, চ্যানেল২৪ এর মামুন রেজা,  ইনডিপেনডেন্ট টিভির এএইচএম শামিমুজ্জামান, দৈনিক সময়ের খবরের স্টাফ রিপোর্টার মোহাম্মদ মিলন, খুলনা মেইল’র নির্বাহী সম্পাদক নূর হাসান জনি, বাংলানিউজ টোয়েন্টিফোর.কমের খুলনা ব্যুরো এডিটর মাহবুবুর রহমান মুন্না, দি ডেইলি স্টারের দীপংকর রায়, দৈনিক কালের কন্ঠের কৌশিক দে, দৈনিক প্রথম আলোর উত্তম মণ্ডল, দৈনিক পূর্বাঞ্চলের রফিউল ইসলাম টুটুল, দৈনিক প্রবাহের বিমল শাহা, খুলনা টাইমসের সুমন আহমেদ, ঢাকা টাইমসের সোহাগ দেওয়ান, চ্যানেল নিউজ২৪ এর সামছুজ্জামান শাহীন, বাংলাদেশ বেতারের মো. জাহাঙ্গীর হোসেন ও দৈনিক অনিবার্ণের (বর্তমান দৈনিক প্রবাহ) মো. নাজমুল হাসান।
খুলনা কর অঞ্চলের কমিশনার মো. ইকবাল হোসেন বলেন, করভীতি দূরীকরণে গণমাধ্যম কর্মীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সাংবাদিকরা তাদের লেখনির মাধ্যমে সাধারণ মানুষের দ্বারপ্রান্তে কর বিষয়ে সঠিক তথ্য তুলে ধরতে সহায়তা করছেন।
কর কমিশনার (আপীল অঞ্চল) প্রশান্ত কুমার রায় বলেন, সংবাদ মাধ্যমে কর বিষয়ক প্রতিবেদন প্রকাশ করার সাধারণ মানুষের করদানে ভীতি কেটে গেছে। করদানে উৎসাহ বেড়েছে। বেড়েছে খুলনাঞ্চলে রাজস্ব আদায়। এসব প্রতিবেদনগুলো মূল্যায়ন করে ১৮ জন মিডিয়া ব্যক্তিত্বকে মনোনীত করে সম্মাননা দেওয়া হলো। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।
সহকারী কর কমিশনার মোঃ খুরশিদ আলমের পরিচালনায় উপস্থিত ছিলেন যুগ্ম-কর কমিশনার গণেশ চন্দ্র মন্ডল, সাধন কুমার রায়, মু. মুহিতুর রহমান, উপ-কর কমিশনার আবু নসর মোঃ মাহাবুবুজ্জামান, আহসান উল্লাহ রাসেল, মোঃ শামসুজ্জামান, সহকারী রূপন চন্দ্র দাস, অনিমেষ চন্দ্র দাস ও দিলারা জাহান প্রমুখ।

Comments