রাজধানীতে অভিনব কৌশলে ডাকাতি

প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, জুন ৩০, ২০১৮

নিজস্ব প্রতিবেদক : দিনের বেলায় ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে ছিনতাই করে ওরা। আর রাতের বেলায় পরিণত হয় সংঘবদ্ধ ডাকাত দলে। রাজধানীর শ্যামলী এলাকায় এমন একটি গ্রুপ আটক হয়েছে র‍্যাবের হাতে।

র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক, সিনিয়র এএসপি রবিউল ইসলাম জানান, রাতের আঁধারে একদল ডাকাত সংঘবদ্ধ হয়েছে এমন খবরে গতকাল শুক্রবার রাত ১টার দিকে রাজধানীর শ্যামলী শিশুমেলা এলাকায় অভিযান চালায় র‍্যাব। এ সময় শিশুমেলার পশ্চিম গেটের কাছ থেকে ছয়জনকে আটক করে র‍্যাব সদস্যরা। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দেশীয় ধারালো অস্ত্র, মোবাইল ও বিভিন্ন সরঞ্জামাদি।

আটক ছয়জন হলেন মো. লিটন (৩৪), মো. সুমন সরদার (২৪), মো. নেহার (২০), মো. সুজন (১৬), মো. লিটন (৩০) ও মো. ফারুক (২৬)।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। বিশেষ করে দিনের বেলায় তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় টাকা, মোবাইল, ল্যাপটপ, ভ্যানিটি ব্যাগ ইত্যাদি মূল্যবান সামগ্রী ছিনতাই করে। আর রাতে তারা এ রকম দুই বা ততোধিক দল একত্রিত হয়ে নির্দিষ্ট ফ্ল্যাটে বা ফাঁকা বাড়িতে গ্রিল কেটে ও তালা ভেঙে প্রবেশ করে ডাকাতি করে।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান সিনিয়র এএসপি রবিউল ইললাম।

#এএইচ

Comments