মনপুরায় পুকুর পাড় থেকে দুই মায়া হরিণ উদ্ধার

প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, মার্চ ১১, ২০১৮

জুবায়ের চৌধুরী পার্থ, ভোলা থেকে: ভোলার মনপুরা উপজেলার চরযিতিন গ্রামের মনিরুল ইসলামের বাড়ীর পুকুর পাড় থেকে স্থানীয়দের হাতে একটি মায়া হরিণ আটক হয়।

একই দিনে খালেক ব্যাপারীর বাড়ীর রাস্তার উপর থেকে স্থানীয়রা আরো একটি মায়া হরিণ উদ্ধার করে স্থানীয়রা।

আজ রবিবার (১১মার্চ) উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরযতিন গ্রাম থেকে স্থানীয়রা হরিণ ২টি উদ্ধার করে।

হরিন উদ্ধারের বিষয়টি মনপুরা বনবিভাগের কর্মকর্তাগনকে জানালে তারা এসে হরিণ দুইটিকে উদ্ধার করে জংলারখাল সংলগ্ন জামসেদ চরে ছেরে দেওয়া হয়।

বিট অফিসার মো: শফিকুল ইসলাম জানান, গরিণ আটকের খবর সুনা মাত্রই বন প্রহরি ৫জনকে গটনাস্থলে পাঠিয়ে আটককৃত হরিণ ২টিকে উদ্ধার করে জামসেদ খাল সংলগ্ন চরে ছেরে দেওয়া হয়।
রেঞ্জ কর্মকর্তা বাবু সুকুমারশীল জানান, আবহাওয়া গরম থাকার কারনে লোকালয়ে হরিণ ছুটে আসে, হরিণের জন্য বনে কোন মিঠা পানি নেই। আমরা চরে গভীর পুকুর করার জন্য উর্ধ্ধতন কতৃপক্ষকে অবহিত করেছি।

Comments