ভোলায় ৬ দফা দাবীতে পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির মানববন্ধন

প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, মার্চ ৫, ২০১৮

জুবায়ের চৌধুরী পার্থ, ভোলা: ভোলায় শিক্ষাগত যোগ্যতা উন্নত করনসহ নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবীতে পরিবার পরিকল্পনা পরিদর্শক(এফপিআই) ও পরিবার কল্যান সহকারী (এফডাব্লিউভি) দের মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

আজ সোমবার দুপুরে ভোলা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে। ঘন্টাব্যাপি এ মানববন্ধনে বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি ভোলা সদর উপজেলার মাঠ কর্মচারীবৃন্দরা অংশগ্রহন করেন।

উপস্থিত বক্তারা বলেন, পরিবার পরিকল্পনা পরিদর্শকদের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি এর পরিবর্তে ডিগ্রী পাস করা এবং পরিবার কল্যান সহকারীদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি এর পরিবর্তে এইচএসসি করার দাবিসহ পূর্নাঙ্গ নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবি জানান এবং ২০০৮ ব্যাচের এফপিআইদের প্রাপ্ত সিলেকশনদের চলমান গ্রেড প্রধান সহ ৬ দফা দাবী তুলে ধরেন। দাবী আদায় বাস্তবায়ন না হলে আমরন অনশনের ডাক দেন বক্তারা। মানববন্ধন শেষে ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার এর মাধ্যমে পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর মহা-পরিচালক বরাবর স্মারকলিপি প্রধান করেন।

Comments