বিশ্বকাপে বাংলাদেশের সাফল্য নিয়ে সন্দিহান পাপন

প্রকাশিত: ১১:৪২ পূর্বাহ্ণ, এপ্রিল ২৮, ২০১৮

স্পোর্টস নিউজ: ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য ২০১৯ বিশ্বকাপের সূচি বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে আইসিসি। চার বছর পর আবারও ক্রিকেটের বিশ্বমঞ্চে যাবে বাংলাদেশ। আইসিসি বৃহস্পতিবার সূচি ঘোষণার পরেই শুরু হয়ে গেছে ক্ষণ গণনা।

এবার কোনো গ্রুপ নেই। প্রতিটি দল খেলবে একে অপরের বিপক্ষে। তাই ভক্তদের মনে প্রশ্ন টাইগাররা কী পারবে নকআউট পর্বে পা রাখতে? ওয়ানডে অধিনায়ক মাশরাফি বলেছেন, তার নেতৃত্বাধীন দল ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপে সব দলকে চ্যালেঞ্জ জানাবে। কিন্তু খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিশ্চিতভাবে বিশ্বাস করেন না যে, টাইগাররা ভালো কিছু করতে পারে! তার মতে, বিশ্বকাপে দুর্দান্ত কিছু দেখানোর জন্য দল প্রস্তুত নয়।

শুক্রবার মিরপুর ইনডোর স্টেডিয়ামে বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবলের ফাইনাল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিশ্বকাপে বাংলাদেশ নিশ্চিত ভালো করবে, এটা বলা কঠিন। এখন বাংলাদেশ ভালো খেলছে। কিন্তু বাংলাদেশের চেয়ে অনেক দলই ভালো খেলছে। জিততে হলে দুটি জিনিস দরকার—ভালো খেলোয়াড় আর ভালো দল। ভালো খেলোয়াড় আছে কিন্তু আমাদের পুরো দল এখনো প্রস্তুত নয়। সেদিক দিয়ে অনেক পিছিয়ে আছি অনেক দল থেকে।’

ইংল্যান্ডের বিরূপ কন্ডিশনও বিসিবি সভাপতির আশা না করার পেছনে একটি গুরুত্বপূর্ণ কারণ। তিনি বলেছেন, ‘আমাদের বেশির ভাগ সাফল্য দেশে বা উপমহাদেশে। উপমহাদেশের বাইরে খুব বেশি সাফল্য পাইনি। যেহেতু বিশ্বকাপটা উপমহাদেশের বাইরে, কী করা উচিত আমরা জানি। চেষ্টা করব। তবে সাফল্য নির্ভর করছে আমাদের ছেলেরা কেমন করছে আর প্রতিপক্ষ কেমন করছে সেটির ওপর। এটা একদিনের খেলা। যেদিন যে ভালো খেলবে সে জিতবে। তবে বাংলাদেশের উন্নতির অনেক জায়গা আছে।’

এদিকে ছয় মাস হল টাইগারদের প্রধান কোচ নেই। চন্ডিকা হাথুরুসিংহে চলে যাওয়ার এত দিন পেরিয়ে গেলেও এখনো তাঁর জায়গায় কাউকে আনতে পারেনি বিসিবি। তাই কোচ নিয়োগের ব্যাপারে নাজমুল হাসান অবশ্য জানালেন, ‘কোচের ব্যাপারটি অনেক দূর এগিয়েছে। কোচের ব্যাপারে অবশ্যই অগ্রগতি হয়েছে। চুক্তিপত্র সই হয়ে হাতে না আসা পর্যন্ত আমরা কিছু বলতে পারছি না। আশা করি হয়ে যাবে। ওটা (চুক্তিপত্র) হাতে পেলেই হয়ে যাবে।’

উল্লেখ্য, এই ইংল্যান্ডের মাটিতেই গতবছর আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল খেলেছে বাংলাদেশ। ভারতের কাছে হেরে ছিটকে যেতে হয়েছে টুর্নামেন্ট থেকে। এই কঠিন কন্ডিশনেই স্বল্প হলেও দুর্দান্ত সব জয়ের ইতিহাস আছে টাইগারদের। তাছাড়া ওয়ানডে অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মুর্তজা তো আছেনই। তাই বিসিবি সভাপতি আশাবাদী হতেই পারেন।

/এসআর

Comments