বাতিল বাঙালি সাকিবের নববর্ষের প্রতিশোধ

প্রকাশিত: ২:১২ পূর্বাহ্ণ, এপ্রিল ১৬, ২০১৮

স্পোর্টস নিউজ : শনিবার ঘরোয়া টি-টোয়েন্টি আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৫ উইকেটে জয় দেখে সানরাইজার্স হায়দরাবাদ। এতে হায়দরাবাদের নতুন রিক্রুট সাকিব আল হাসান নিজের সাবেক দলের বিপক্ষে দেখান ম্যাচজয়ী চৌকস নৈপুণ্য।

গত শনিবার দেশবাসীকে নববর্ষ উদযাপন সংক্ষিপ্ত করতে হয়েছিল সাঁঝের আগে নামা ঝড়-বৃষ্টির কারণে। সংক্ষিপ্ততাকে দূূর করে বাংলাদেশের ঘরে ঘরে বর্ষবরণ উত্সবকে আরেকবার রাঙিয়ে দিয়েছিলেন সাকিব আল হাসান। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে অলরাউন্ড পারফরম্যান্সের দ্যুতিতে ভাস্বর হয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। কার্যকর বোলিংয়ে ২১ রানে দুই উইকেট নিয়েছিলেন। পরে খাদের কিনারে থাকা দলকে জয়ের সুবাস এনে দিয়েছিলেন ২৭ রানের মূল্যবান ইনিংস খেলে।

এবারের আইপিএল নিলামের আগে সাকিব আল হাসানকে দল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। আগের টানা ৭ বছর কলকাতার জার্সি গায়ে খেলেন বাংলাদেশি এ বিশ্বসেরা অলরাউন্ডার। কিন্তু এবারের নিলামে ২ কোটি রুপিতে সাকিবকে দলে ভেড়ায় সানরাইজার্স হায়দরাবাদ। আর সানরাইজার্সের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের হার শেষে ‘বাতিল বাঙালির নববর্ষের প্রতিশোধ’ শিরোনামে প্রতিবেদন লেখার সুযোগ দিলেন তিনি।

কিন্তু নিলামে তাঁকে ব্রাত্যই করে রেখেছিল কেকেআর। সাকিব আল হাসান সেসব নিয়ে ভাবেননি। নববর্ষের প্রাক্কালে পুরনো টিমকে কাঁদিয়ে ছাড়ার পেছনে বড় ভূমিকা রেখে গেলেন তিনি। তাই তো সাবেক ভারতীয় ক্রিকেটার, বাংলা দৈনিক আনন্দবাজারের নিয়মিত কলাম লেখক অশোক মালহোত্রার বিশ্লেষণ কলামে ঘুরে-ফিরে এসেছে সাকিবের প্রসঙ্গ।

কিন্তু ম্যাচ শেষ হতেই সবার চক্ষু ছানাবড়া! ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার যে উঠল বিলি স্ট্যানলেকের হাতে! কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হায়দরাবাদের পাঁচ উইকেটের জয়ে এ অস্ট্রেলিয়ানের অবদান চার ওভারে ২১ রানে দুই উইকেট। তবে বোলিংয়ে একই পারফরম্যান্স ছিল সাকিবেরও।

কলকাতার পক্ষে ইনিংস সর্বোচ্চ ৪৯ রান করা ক্রিস লিন ও বিপজ্জনক সুনীল নারিনের (৯) উইকেট নিয়েছিলেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব। ওপর দিকে স্ট্যানলেকের শিকার শচীন রানা (১৮) ও আন্দ্রে রাসেল (৯)।

১৩৯ রানের টার্গেটে খেলতে নেমে ৫৫ রানে তিন উইকেট হারিয়ে ধুঁকছিল হায়দরাবাদ। অধিনায়ক কেন উইলিয়ামসনের সঙ্গে চতুর্থ উইকেটে জুটি বাঁধেন সাকিব। তাদের ৫৯ রানের জুটিই ম্যাচ থেকে ছিটকে দিয়েছে কলকাতাকে। ম্যাচ শেষ করে আসতে না পারলেও ২১ বলে সাকিবের ২৭ রানের ইনিংসেই কলকাতার বোলারদের চাপের বাঁধন উতরে যেতে পেরেছিল হায়দরাবাদ। ধারাভাষ্যকার থেকে সবাই যে ইনিংসের গুরুত্ব আলাদাভাবে উল্লেখ করেছেন। কিন্তু অদ্ভূত কারণে বাংলাদেশি বাঁহাতি অলরাউন্ডার পেলেন না ম্যাচ সেরার পুরস্কার!

সীমান্তের ওপারে চাকচিক্যের আয়োজন হলেও বরাবরের মতোই আইপিএলে ব্রাত্য বাংলাদেশের ক্রিকেটাররা। ম্যাচের সেরা পারফরমার হয়েও শনিবার রাতে সাকিবের ম্যাচ সেরার পুরস্কার না পাওয়াটা যেন উপরের কথাকেই সত্য প্রমাণ করে। কোটি-কোটি ডলারের টুর্নামেন্ট আইপিএলে এবার ‘ম্যান অব দ্য ম্যাচ’ ঘোষণায় সাকিবের প্রতি বৈরীতা স্পষ্ট।

শনিবার রাতে ম্যাচ শেষ হতেই সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে ঝড় উঠে। ক্রিকেটপ্রেমীদের একটাই প্রশ্ন ছিল, সাকিব কেন ম্যান অব দ্য ম্যাচ নয়? ভারতের গণমাধ্যম এবং কলকাতার বাংলা পত্রিকাগুলোতেও হায়দরাবাদের জয়ে সাকিবের পারফরম্যান্সের গুরুত্ব ফলাও করে ছাপা হয়েছে। ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর ম্যাচ রিপোর্টের শিরোনাম ছিল: ‘সাবেক নাইট রাইডার সাকিবের নেতৃত্বে কলকাতায় সানরাইজার্সের প্রথম জয়’।

আনন্দ বাজারের শিরোনাম ‘কেকেআরের কাঁটা প্রাক্তন তিন নাইট’। প্রতিবেদনে সাকিবের পারফরম্যান্স নিয়ে লেখা হয়েছে, ‘সাকিব আল হাসান চার ওভারে ২১ রান দিয়ে দুই উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও ম্যাচ জেতানো জুটি গড়লেন উইলিয়ামসনের সঙ্গে। আন্দ্রে রাসেলকে স্কয়ারকাটে পয়েন্টের উপর দিয়ে হেলায় ছক্কা মারলেন সাকিব। শটটা যেন চাবুকের মতো সেই সব কেকেআর কর্তার উপর আছড়ে পড়ল, যারা তাকে ঢাকার প্রতিবেশী শহর থেকে চলে যেতে দিয়েছেন হায়দরাবাদে।’

‘এই সময়’- পত্রিকার শিরোনাম ছিল আরও ঝাঁঝালো: ‘বাতিল বাঙালির নববর্ষের প্রতিশোধ’। কলকাতার আরেক পত্রিকা ‘এবেলা’ শিরোনাম করে, ‘বৃষ্টিবিঘ্নিত লড়াইয়ে নাইট শিবিরে ধাক্কা দিলেন সেই সাকিবরা’।

কলকাতার ইংরেজি দৈনিক দ্য টেলিগ্রাফ লিখেছে, ‘সাকিব শেষ পর্যন্ত হয়তো খেলে যেতে পারেনি, কিন্তু তার পারফরম্যান্স যা ছিল, প্রথমে বল হাতে তার পর ব্যাট হাতে খুবই প্রয়োজনীয় এক ইনিংস, এটা নিশ্চিত বাংলা নববর্ষের প্রথম দিনটা দারুণভাবেই তিনি কাটাতে পারছেন।’

সাকিবের অলরাউন্ড নৈপুণ্যের এমন স্তুতি ছিল সর্বত্রই। যদিও তা আইপিএল কর্তাদের দীনতাকে মাটিচাপা দিতে পারেনি।

মাত্র ১ উইকেট চাই সাকিবের

টি-টোয়েন্টি ফরম্যাটে দ্বিতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ৪০০০ রান পূর্ণ হলো সাকিব আল হাসানের। শনিবার কলকাতার বিপক্ষে খেলতে নামার আগে এ ল্যান্ডমার্ক থেকে ৮ রান দূরে ছিলেন সাকিব। কলকাতার ইডেন গার্ডেনস ভেন্যুতে ক্যারিবীয় পেসার আন্দ্রে রাসেলকে চার মেরে এই মাইলফলক স্পর্শ করেন সাকিব আল হাসান। সব ধরনের টি-টোয়েন্টি ক্রিকেট মিলিয়ে বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবালের সংগ্রহ ৪,৫৮৫ রান।

শনিবার বল হাতে ২ উইকেট নেন সাকিব। এতে বিরল এক রেকর্ডের দোরগোড়ায় পৌঁছালেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ক্রিকেটে সাকিবের শিকার দাঁড়ালো ২৯৯ উইকেটে। সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে ৪০০০ রান ও ৩০০ উইকেটের ‘ডাবল’ কীর্তি রয়েছে কেবল ক্যারিবীয় অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোর।

তার মোট উইকেট সংখ্যা এখন ২৯৯টি। টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বাধিক ৪১৩ উইকেট রয়েছে ক্যারিবীয় অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোর। আর সর্বাধিক রান সংগ্রাহকের তালিকায় সবার উপরে রয়েছেন আরেক ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল। তার রান সংখ্যা ১১ হাজার ৬৮৷

পঞ্চম বোলার হিসেবে ক্যারিয়ারে ৩০০ উইকেট থেকে মাত্র চার উইকেটে দূরে ছিলেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। আর ক্যারিয়ারে চার হাজার রান থেকে মাত্র ২০ রান দূরে ছিলেন সাকিব। শনিবার রাতে তিনি স্পর্শ করলেন একটি মাইলফলক। ২০১১ থেকে ২০১৭ পর্যন্ত সাকিব ছিলেন কলকাতা নাইট রাইডার্সের সদস্য। তবে এ বছর তাকে ছেড়ে দেয় দলটি। পরে সাকিবকে কিনে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। নতুন দলের হয়ে তৃতীয় ম্যাচেই কলকাতার মুখোমুখি হন সাকিব। অলরাউন্ড পারফরম্যান্সে দলকে ৫ উইকেটের জয় এনে দেন এ ৩১ বছর বয়সী খেলোয়াড়। বল হাতে তিনি ২১ রান খরচায় ২ উইকেট নেন। এরপর ব্যাট হাতে তার ২৭ রানের ইনিংস দলকে নিয়ে গেছে জয়ের পথে। এই ইনিংস খেলার পথেই রেকর্ড গড়েন সাকিব।

/ এসআর

Comments