প্যারিসে মে দিবসের শোভাযাত্রা থেকে ২০০ জনকে আটক

প্রকাশিত: ৯:৪৪ পূর্বাহ্ণ, মে ২, ২০১৮

প্যারিসে মে দিবস উপলক্ষে আয়োজিত এক শোভাযাত্রা থেকে ২০০ জনকে আটক করেছে পুলিশ। ওই শোভাযাত্রা এক পর্যায়ে বিক্ষোভে পরিণত হয় এবং বিক্ষোভকারীরা বিভিন্ন দোকান এবং সড়কে থাকা গাড়ি পুড়িয়ে দিতে থাকেন।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের পাবলিক সেক্টরে শ্রম সংস্কারের বিরুদ্ধে বামপন্থী সংগঠন ‘ব্ল্যাক ব্লকস’ এই শান্তিপূর্ণ সমাবেশের আয়োজন করে। সমাবেশ থেকে ম্যাকরন বিরোধী স্লোগান দেওয়া হচ্ছিলো।

পুলিশের বরাত দিয়ে বিবিসি বলছে, শ্রমিক ইউনিয়ন আয়োজিত ওই সমাবেশে অন্তত ১২০০ মুখোশধারী ও মাথায় হুডি পরা বিক্ষোভকারী অংশ নেন। যদিও শুরুতে এই শোভাযাত্রা শান্তিপূর্ণ ছিল। কিন্তু এক পর্যায়ে তা সহিংস হয়ে ওঠে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস এবং জল কামান দিয়ে পানি নিক্ষেপ করে পুলিশ। সংঘর্ষে একজন পুলিশসহ চারজন আহত হয়েছেন।

এদিকে মুখোশ পরে বিক্ষোভে অংশ নেওয়ায় বিক্ষোভকারীদের সমালোচনা করেন সরকারের মুখপাত্র বেঞ্জামিন গ্রিভো। তিনি বলেন, ‘যখন আপনি নিজের দাবির বিষয়ে দৃঢ়প্রত্যয়ী হবেন তখন নিজের মুখ প্রকাশ করেই বিক্ষোভ করবেন। যারা হুড পরে বিক্ষোভে অংশ নিয়েছেন তাঁরা গণতন্ত্রের শত্রু।’

Comments