পাকিস্তানে বন্যায় ২৪ ঘণ্টায় ১১৯ জনের মৃত্যু

প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২২

পাকিস্তানে চলতি মৌসুমে বন্যায় মৃত্যু এক হাজার ছাড়িয়ে ১০৩৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১১৯ জন। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আজ রবিবার এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।

জানা গেছে, এখনও কয়েকটি গুরুত্বপূর্ণ নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে বইছে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহায়তার আহ্বান জানিয়েছে দেশটির সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা সালমান সুফি বলেছেন, জুন থেকে বন্যায় এক হাজারেরও বেশি মানুষ মারা গেছে এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

এরই মধ্যে পাকিস্তানে বন্যাকবলিতদের সাহায্যে এগিয়ে এসেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাতসহ অনেকে। তবে তা যথেষ্ট নয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও অনেক তহবিল প্রয়োজন বলে জানা গেছে।

 

এছাড়া ইরান ও কাতার জরুরি সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে। এরই মধ্যে ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে ফোন করে সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ-খবর নিয়েছেন।

সূত্র : পার্সটুডে, বিবিসি ও ডন।

Comments