পরাজয় পিছু ছাড়ছে না রিয়ালের

প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০১৮

স্পোর্টস ডেস্ক: সব ধরনের প্রতিযোগিতার গত চার ম্যাচে একটিও গোল পায়নি রিয়াল মাদ্রিদ। সবচেয়ে বড় খবরটি হচ্ছে এই চার ম্যাচের প্রত্যেকটিতে হেরেছে লস ব্লাঙ্কোসরা। শনিবার লা লিগার ম্যাচে দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে ১-০ গোলে হারার লজ্জা নিয়ে মাঠ ছেড়েছে স্প্যানিশ সুপার জায়ান্টরা।

চলতি মৌসুমে ক্রিশ্চিয়ানো রোনালদো জুভেন্টাসের পাড়ি দেবার পর ফরোয়ার্ডদের ব্যর্থতায় সুবিধা করতে পারছে না দলটি।

শনিবার আলাভেসের মাঠে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখে। তবে শেষ মুহূর্তে গোল খেয়ে হার মানতে হয় হুয়ান লোপেতেগুইর শিষ্যদের। যোগ করা সময়ে (৯০+৫) গোলটি করেন আলাভেসের হয়ে খেলা স্প্যানিশ মিডফিল্ডার ম্যানুয়েল গার্সিয়া।

গত ১৮ বছরে রিয়ালের বিপক্ষে এটিই প্রথম জয় পেল আলাভেস। ২০০০ সালের পর আর কখনই জিততে পারেনি দলটি। এই ম্যাচ জয়ের পর ৮ খেলায় ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে বাবাজরো খ্যাত এই দলটি।লা লিগায় ৮ ম্যাচে ৪ জয়, ২ পরাজয় ও ২ ড্রয় রয়েছে রিয়াল মাদ্রিদের। ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সার্জিও রামোসরা। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে স্থান দখল করে আছে বার্সেলোনা।

বিআইজে/

Comments