ধর্ষণের একমাত্র শাস্তি হওয়া উচিত মৃত্যুদণ্ড : নাসিম

প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, মে ২২, ২০১৯

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, মৃত্যুদণ্ডই ধর্ষণের একমাত্র শাস্তি হওয়া উচিত। বিশেষ ট্রাইব্যুনাল করে শিশু ও নারী নির্যাতনকারীদের বিচারের মাধ্যমে ফাঁসি দিতে হবে। তবেই এদেশে নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণ বন্ধ হবে। বর্তমান সরকার জঙ্গি দমন করেছে, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তাই এদেশে নারী নির্যাতন ও শিশু ধর্ষণ চলতে পারে না।

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর মুলিবাড়ীতে নির্মাণাধীন ট্রমা হাসপাতালের নির্মাণকাজ পরিদর্শন শেষে মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এ হাসপাতালের নাম ‘শেখ হাসিনা ট্রমা হাসপাতাল’ নামকরণের প্রস্তাব করা হয়েছে।

তাড়াশের কলেজছাত্রী রুপা ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনার উদ্ধৃতি টেনে নাসিম বলেন, যারা ধর্ষণের মতো ঘৃণ্যতম ঘটনা ঘটাবে, দ্রুত বিচার নিশ্চিত করে তাদের ফাঁসি দিতে হবে। তা ছাড়া এ ধরনের অপরাধ কমানো সম্ভব নয়।

Comments