জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন

প্রকাশিত: ১০:৩২ পূর্বাহ্ণ, মার্চ ৯, ২০১৮
মুহাম্মদ নোমান ছিদ্দীকী লক্ষ্মীপুর প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
আজ (৯ মার্চ) শুক্রবার সকালে জেলা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে বিজ্ঞান আন্দোলন মঞ্চ লক্ষ্মীপুর শাখা।
এসময় ড. মুহম্মদ জাফর ইকবাল সহ সকল মুক্তমনা-প্রগতিশীল লেখক ও বুদ্ধিজীবিদের হামলার ও হত্যার বিচার দাবি করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের একজন শক্তি ড. মুহম্মদ জাফর ইকবাল। কিন্তু তার উপর নির্মমভাবে হত্যাচেষ্টা চালানো হয়েছে। এমন ন্যক্কারজনক হামলা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের হামলার স্বরুপ।
গত শনিবার (৩ মার্চ) ঘটে যাওয়া ঘটনা সুষ্ঠ তদন্তের মাধ্যমে হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এছাড়াও দেশের সকল মুক্তমনা প্রগতিশীল লেখক-বুদ্ধিজীবিদের হামলার ও হত্যার দ্রুত বিচার এবং প্রগতিশীল মুক্ত চিন্তার মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।
এসময় উপস্থিত ছিলেন, বিজ্ঞান আন্দোলন মঞ্চ লক্ষ্মীপুর শাখার আহবায়ক এম এ মজিদ, সংগঠক সিদ্দিক উল্লাহ কবির, ইব্রাহিম খলিল, এডভোকেট মাহবুবুল করিম টিপু, ফিরোজ আলম, হৃদয় অধিকারি, আরিফুর রহমান প্রমূখ।
/এসএমএন

Comments