‘জাতীয় ঐক্যফ্রন্ট’র চিঠি পেলে দেখা যাবে: শেখ হাসিনা

প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০১৮

একুশ নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংলাপ চেয়ে ‘জাতীয় ঐক্যফ্রন্ট’রি চিঠি পেলে দেখা যাবে কী করা যায়। এখনো কোনো চিঠি পাইনি তাই এখনই কিছু বলা যাবে না।

দৈনিক সমকাল পত্রিকার এক সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

ড. কামাল হোসেনের নেতৃত্বে ‘জাতীয় ঐক্যফ্রন্ট’ সংলাপ চেয়ে সরকারকে চিঠি দিবে উল্লেখ্য করে পদক্ষেপের কথা জানতে চাইলে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেছেন, ড. কামাল হোসেন কাদের সঙ্গে ঐক্য করেছেন। একুশে আগস্ট গ্রেনেড হামলা, দশ ট্রাক অস্ত্র মামলায় যারা জড়িত তাদের সঙ্গে তিনি ঐক্য করেছেন। তাদের সঙ্গে কিসের সংলাপ করবো। তারপরও চিঠি পেলে দেখা যাবে।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাহাত্তরের সংবিধান প্রশ্নে বলেন, ড. কামল তো সংবিধান প্রণেতা। তিনি সংবিধান প্রনয়ণ করেছেন। তিনি কেন বাহাত্তরের সংবিধানের সাথে দ্বিমত পোষণ করেন তাকে এই প্রশ্নটা করেন।

/আরএ

Comments