ছেলেদেরকে পড়াশুনায় আরো মনোযোগী হতে হবে: প্রধানমন্ত্রী

প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, মে ৬, ২০১৮

স্টাফ রিপোর্টার: মেয়েদের চেয়ে পাশের হার কম হওয়ায় ছেলেদের পড়াশুনায় আরো বেশি মনযোগী হতে হবে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রীর কাছে এসএসসি ও সমমানের ফলাফল হস্তান্তর করার পর তিনি একথা বলেন।

ফলাফল গ্রহণের পর বিভিন্ন এলাকার শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় তিনি বলেন, অকৃতকার্যদের হতাশ হওয়ার সুযোগ নেই।  বরং তাদের আরো বেশি সচেতন হতে হবে যেন পরেরবারে পড়াশোনা করে ভালো ফল পেতে পারে। অভিভাবকদেরও তাকে বকাঝকা করার দরকার নেই। বরং তাদের আরো বেশি সমর্থন দিতে হবে যেন ভবিষ্যতে তারা এসব কাটিয়ে নিজেরা ভালো কিছু করতে পারে।

এ বছরেও পাশের হারে মেয়েরা এগিয়ে। ৮ টি শিক্ষাবোর্ডে ছাত্র পাশের হার ৭৮.৪০ এবং ছাত্রী পাশের হার- ৮০.৩৫ শতাংশ।

এছাড়া চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষার পাশের হার ৭৭.৭৭ শতাংশ। এসএসসিতে ৭৯.৪০, কারিগরী বোর্ডে ৭১.৯৬ ও মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৭০.৮৯ শতাংশ।

/এমএম

Comments