গ্রিসে সড়ক দুর্ঘটনায় আগুনে পুড়ে ‘১১ অভিবাসীর মৃত্যু’

প্রকাশিত: ১১:০৫ পূর্বাহ্ণ, অক্টোবর ১৪, ২০১৮

আন্তর্জাতিক ডেস্ক: গ্রিসের উত্তরাঞ্চলে একটি লরির সঙ্গে একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তিরা সবাই অভিবাসী। খবর বিবিসির।

ওই সংঘর্ষের পর দুটি গাড়িতেই আগুন লেগে যায়। তবে লরিটির চালক কোনও ধরনের গুরুতর আঘাত ছাড়াই ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন।

কর্মকর্তারা জানাচ্ছেন, অভিবাসীদের বহনকারী গাড়িটি থেসালোনিকি এবং লরিটি কাভালার দিকে যাওয়ার সময় শনিবার এই দুর্ঘটনা ঘটেছে।

এদিকে পুলিশ জানিয়েছে, ওই গাড়িটি এর আগে অভিবাসীদের পাচারের কাজে ব্যবহার করা হয়েছিল।

তারা বলছে, শনিবার গাড়িটি চেক করার জন্য পুলিশ থামতে নির্দেশ দিলেও তা অমান্য করে সেটির চালক।

অন্যদিকে নিহত ব্যক্তিরা কোন দেশের নাগরিক সেটি জানা সম্ভব হয়নি।

ইউরোপে পাড়ি জমানোর জন্য অভিবাসীরা গ্রিসকে অন্যতম রুট হিসেবে ব্যবহার করে থাকে। ২০১৫ সালে তুরস্ক থেকে ১০ লাখের বেশি অভিবাসী গ্রিসে পাড়ি জমান।

তবে ইউরোপীয় ইউনিয়ন ও তুরস্কের মধ্যে একটি চুক্তির পর গ্রিসে অভিবাসীদের পাড়ি জমানোর প্রবাহ কমে যায়। ওই চুক্তিতে বলা হয়, যারা আশ্রয়ের জন্য আবেদন করেননি বা যাদের আবেদন বাতিল হয়েছে তাদের তুরস্কে ফেরত পাঠানো হবে।

বিআইজে/

Comments