গণতন্ত্র ফিরিয়ে আনলে খালেদা জিয়ার মুক্তি হবে এবং মানুষের ভোটের অধিকার ফিরে আসবে

প্রকাশিত: ১:০০ পূর্বাহ্ণ, এপ্রিল ১৬, ২০১৮

রাজশাহী প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ বলেন গণতন্ত্র,মানুষের ভোটের অধিকার, খালেদা জিয়ার মুক্তি একই সুতোয় গাথা। তাই গণতন্ত্র ফিরিয়ে আনলে খালেদা জিয়ার মুক্তি হবে এবং মানুষ তাদের ভোটের অধিকার ফিরে পাবে।

মোশাররফ বলেন, আজকে যদি নিরপেক্ষ ভোট হয় তাহলে আওয়ামী লীগকে জনগণ আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে। সেজন্য শেখ হাসিনা খালেদা জিয়াকে ভয় পায়, জনগণকে ভয় পায়। আগামী জাতীয় সংসদ নির্বাচন জনগনকে বাইরে রেখে ২০দলীয় জোটকে বাইরে রেখে। নির্বাচন হতে দেয়া যাবে না।

রবিবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজশাহীর ভুবন মোহন পার্কে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কতৃক আয়োজিত বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েস্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান প্রমুখ।

নজরুল ইসলাম খান বলেন, আমারা গণতন্ত্রে বিশ্বাস করি, নির্বাচনে যেতে চাই তবে কোন পাতানো নয়, আমারা খালেদা জিয়া ছাড়া কোন নির্বাচনে যাব না। তাকে মুক্ত করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেই নির্বাচনে যাবো।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন,সমুদ্রের পানি বাঁধ দিয়ে আটকে রাখা যায় না।ছাত্রলীগ, যুবলীগ,আওয়ামী পুলিশবাহিনী কোটা আন্দোলনে বাধা দিলেও আটকাতে পারেনি, যুবসমাজ তেমনি একদিন আসব কিছু উপেক্ষা করে গণতন্ত্র ফিরিয়ে আনবে এবং খালেদা জিয়াকে মুক্ত করবে।

গয়েস্বর চন্দ্র রায়, আমাদের প্রয়োজন গণতন্ত্র মুক্ত করা। আজ যারা আমাদের ঘুম হারাম করেছে, তাদের ঘুম হারাম করার ব্যাবস্থা করেন।

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি রাসিক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলনের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকু, বরকত উল্লাহ বুলু ও ব্যারিস্টার আমিনুল হক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, জয়নুল আবদীন ফারুক, হেলালুজ্জামান তালুকদার লালু ও কর্নেল (অব.) এম এ লতিফ, যুগ্ম মহাসচিব হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত খালেক, বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম, রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নাদিম মোস্তফা, জেলা বিএনপির বর্তমান সভাপতি অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন তপু প্রমুখ।

Comments