খুলনা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র হলেন মুন্না, টিপু ও শুনু

প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০১৮

শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি: খুলনা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ নির্বাচিত হয়েছেন কেসিসি’র ১৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আমিনুল ইসলাম মুন্না।

এছাড়া প্যানেল মেয়র-২ হয়েছেন ২৫নং ওয়ার্ড কাউন্সিলর আলী আকবর টিপু। সংরক্ষিত আসনে সুফিয়া রহমান শুনু প্যানেল মেয়র ৩ নির্বাচিত হন।

খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)’র প্যানেল মেয়র নির্বাচন বুধবার (৭ নভেম্বর) নগর ভবনে প্যানেল মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় অন্যতম এজেন্ডা হিসেবে বিষয়টি আলোচনার পর গোপন ব্যালটে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

কেসিসি প্যানেল মেয়র নির্বাচনী ফলাফল :প্যানেল মেয়র-১ আমিনুল ইসলাম মুন্না (২২ ভোট ) প্যানেম মেয়র-২ আলী আকবর টিপু (১৭ ভোট ) প্যানেম মেয়র-৩- সুফিয়া রহমান শুনু (১৪ ভোট ) প্রতিদ্বন্দ্বি অন্য কাউন্সিলরদের মধ্যে সদ্য বিদায়ী প্যানেল মেয়র আনিসুর রহমান বিশ্বাস ১৩ ভোট, হাফিজুর রহমান হাফিজ ৪ ভোট, খুরশিদ আহম্মেদ টোনা ৭ ভোট, জেড এ মাহমুদ ডন ৬ ভোট, শেখ মোঃ গাউসুল আজম ৫ ভোট ও শামসুজ্জামান মিয়া স্বপন ৪ ভোট পান।

সংরক্ষিত ১০টি ওয়ার্ডে ৫ জন নারী কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে বিজয়ী সুফিয়া রহমান শুনু ১৪ ভোট, সাহিদা বেগম ৮ ভোট, আমেনা হালিম বেবী ৭ ভোট, মনিরা আকতার ৬ ভোট এবং কনিকা সাহা ৪ ভোট পেয়েছেন।

/আরএ

Comments