খাশোগির ছেলে সালাহর সৌদি ত্যাগ

প্রকাশিত: ১:২০ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০১৮

ডেস্ক: তুরস্কের সৌদি কনস্যুলেটে হত্যাকাণ্ডের শিকার সৌদি রাজতন্ত্রের সমালোচনাকারী সাংবাদিক জামাল খাশোগির বড় ছেলে সালাহ বিন জামাল খাশোগি দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন।

বৃহস্পতিবার তিনি দেশ ত্যাগ করতে সক্ষম হন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে জানা যায়।

গত মঙ্গলবার সাংবাদিক জামাল খাশোগির পরিবার ও সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মধ্যে সাক্ষাৎ হয়। রিয়াদের একটি প্রাসাদে তারা মিলিত হন। এসময় খাশোগির দুই ছেলে সালাহ ও সাহেলকে সান্ত্বনা দেন বাদশাহ ও যুবরাজ।

এর আগে তুরস্কের সৌদি কনস্যুলেটে বাবা জামাল খাশোগি নিখোঁজ হওয়ার পর থেকেই বিদেশ গমনে নিষেধাজ্ঞায় ছিলেন সালাহ। পরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পাম্পেও রিয়াদের প্রতি সালাহর ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ করেন।

বৃহস্পতিবার সৌদি-মার্কিন দ্বৈত নাগরিক সালাহ ওয়াশিংটনে পৌঁছান বলে তার পরিবার সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে। তার মা ও তিন ভাইবোন আগেই এখানে অবস্থান করছিলেন।

পড়ুন……. রাজ পরিবারের সমালোচক তিন রাজপুত্রের হদিস আছে কি?

খাশুগজির ছেলের যুক্তরাষ্ট্রে এসে পৌঁছানোর কয়েক ঘণ্টা পর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মুখপাত্র রবার্ট পালাদিনো জানান, সালাহর ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিতে পম্পেও রিয়াদকে অনুরোধ জানিয়েছিলেন।

/আরএ

Comments