চার মাসের অন্তর্বর্তী জামিন পেলেন খালেদা জিয়া

প্রকাশিত: ৯:০০ পূর্বাহ্ণ, মার্চ ১২, ২০১৮

একুশ নিউজ : জিয়া অরফানেজ ট্রাষ্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়া চার মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট । তবে জামিনের রায়ের পূর্ণাঙ্গ কপি কারাগারে গেলে তিনি বের হতে পারবেন । দীর্ঘ প্রায় ৩২ দিনের মাথায় তিনি জামিন পেলেন ।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের করা মামলায় তাঁকে পাঁচ বছরের কারাদন্ড দেয় আদালত ।

২২ ফেব্রুয়ারি খালেদার আইনজীবিরা বয়স বিবেচনায় জামিন আবেদন করেন ।

গতকাল আদালতে মামলার নথি হাইর্কোটে না আসায় আজ জামনিরে তারিখ নির্ধারণ করা । দুপুর দুইটায় হাইকোর্ট ব্রেঞ্চ খালেদা জিয়ার বয়স বিবেচনায় জামিন আবেদন মঞ্জুর করেন । এই সময়ের মধ্যেই মামলার পেপারবুক তৈরি করার নির্দেশ দেন হাইকোর্ট এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেন ।

তবে বিএনপি নেতা জয়নুল আবেদীন ফারুক বলেন, অন্য কোনো মামলায় গ্রেফতার দেখানো না হলে তিনি অতিদ্রুতই ছাড়া পাবেন । কিন্তু আজই বিএনপি এরায়ের কপি আদালতে নিয়ে যেতে পারবেন কিনা সন্দেহ আছে । কারণ আদালতের আর মাত্র একঘন্টা সময় বাকী আছে  ।

/এসআর

Comments