কেজি দরে টাকা বিক্রি!

প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৮

ডেস্ক: লাইন দিয়ে রাস্তার পাশে বস্তা ভর্তি টাকা নিয়ে বসে থাকা। ক্রেতাদের প্রয়োজন মতো কেজি ধরে টাকা কিনে নেয়া। ব্যাপার বিস্ময়কর হলেও বাস্তব। তাও নকল নয়, একদম আসল টাকা।

এটা কোনো রুপকথার গল্প কিংবা নাটক সিনেমার কাহিনী নয়। বাস্তবেই প্রতিদিন রাস্তায় টাকা বিক্রির বাজার বসে আফিকার দেশ সোমালিল্যান্ডে।

প্রতিদিন সোমালিল্যান্ডের খোলা রাস্তায় দিন-দুপুরে ক্রেতারা ডলারের বিনিময়ে সোমলিয়ান ’শিলিং’ নিচ্ছেন ব্যাগ ভর্তি করে। অনেটকা কেজি ধরে বিক্রির মতই।

ডলারের বিনিময়ে দেশটিতে শিলিংয়ের দাম ব্যাপকভাবে কমে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

২০০০ সালে এক ডলার ছিলো ১০ হাজার শিলিংয়ের কাছাকাছি। ২০১৭ সালের প্রথম দিকে ৯ হাজার শিলিংয়ের সমান ছিলো এক ডলার। তাই ডলার বা ইউরোর নিরিখে সামান্য খরচ করলেই পাওয়া যেত কয়েক কেজি নোট!

শিলিংয়ের এমন মূল্যহীনতার কারণেই সোমালিল্যান্ডের টাকার গুরুত্ব ধীরে ধীরে কমতে শুরু করেছে। টাকার দাম এখানে এতই কম যে, এই টাকার বাজারে অতিরিক্ত নিরাপত্তা নেই!

এমনকি ছিনতাইকারী-চোর-ডাকাতও এই শিলিং চুরি করতে আগ্রহ দেখায়নি। কাজেই, রাস্তার পাশে পথের উপর ফেলে রেখে বিক্রি হচ্ছে শিলিং!

/আরএ

Comments