কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের কমিটি ঘোষনা

প্রকাশিত: ১১:২৮ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০১৮

খোরশেদ আলম, কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি): কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রেস ক্লাব’র প্রথম কার্যনির্বাহী কমিটি (২০১৮) গঠিত হয়েছে। এতে নেতৃত্বে এসেছে শতাব্দী জুবায়ের ও মাহফুজ কিশোর।

বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এই কমিটি ঘোষণা করা হয়। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ‘দৈনিক আমাদের সময়’র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শতাব্দী জুবায়ের এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক রূপসী বাংলা’র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাহফুজ কিশোর।

নয় সদস্য-বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি নাহিদ ইকবাল (দ্য বাংলাদেশ পোস্ট), সহসম্পাদক এমদাদুল এইচ সরকার (দ্য ডেইলি অবজারভার), কোষাধ্যক্ষ জাহেদ নহিম (দ্য নিউজ নেশন), দপ্তর সম্পাদক সিয়াম চৌধুরী (দৈনিক খবরপত্র), তথ্য ও পাঠাগার সম্পাদক আবুল বাশার সাজ্জাদ (বাংলা রিপোর্ট) এবং সদস্য সোহাগ মণি (বাংলা পত্রিকা) ও এমদাদুল হক মিরন (আওয়ারনিউজবিডি)।

কমিটি ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এম. এন. রবিউল আউয়াল চৌধুরী ও প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন। এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- বিজ্ঞান অনুষদের ডিন ড. এ. কে. এম. রায়হান উদ্দিন, পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান ড. দুলাল চন্দ্র নন্দী, সহকারী প্রক্টর কামরুন নাহার ও নূর মোহাম্মদ রাজু, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মো. বেলাল হুসাইন, কর্মকর্তা পরিষদের সভাপতি জিনাত আমান ও সাধারণ সম্পাদক মো. আবদুল লতিফ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, শাখা ছাত্রলীগ, কর্মকর্তা পরিষদ, শাবিপ্রবি প্রেস ক্লাব, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোট, থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়, প্রতিবর্তন কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি, অভয়ারণ্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়, অনুস্বার কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন।

/আরএ

Comments