কুবিতে ৮ মাসেও অপ্রকাশিত লোক প্রশাসনের স্নাতকোত্তর ফলাফল

প্রকাশিত: ১:২২ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০১৮

খোরশেদ আলম, কু্বি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের ২০১১-‘১২ শিক্ষাবর্ষের (৬ষ্ঠ আবর্তন) স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন হয়েছে প্রায় আট মাস আগে।

তবে এখনো এর ফলাফল প্রকাশিত হয়নি।

খোঁজ নিয়ে দেখা যায়, চলতি বছরের এপ্রিলে স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষা শেষ করে ৬ষ্ঠ আবর্তনের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, চলতি বছরের এপ্রিলে পরীক্ষা দিলেও এখনো ফলাফল প্রকাশ হয়নি।

এ ব্যাপারে ঐ আবর্তনের শিক্ষার্থীরা শিক্ষকদের সাথে যোগাযোগ করে। এতে কয়েকদিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে বলে আশ্বাস দেওয়া হয়।তবে তা আশ্বাসেই সীমাবদ্ধ রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে লোক প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন,এক্সটার্নাল শিক্ষক খাতা দেখতে দেরি করায় ফলাফল প্রকাশ করা সম্ভব হয়নি। তবে খুব শীঘ্রই ফলাফল প্রকাশিত হবে।

এদিকে ফলাফল না পাওয়ায় বিভিন্ন চাকরির পরীক্ষায় আবেদন করতে পারছেন না বলে অভিযোগ করছেন শিক্ষার্থীরা।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষার্থী বলেন, প্রাইভেট চাকরিতে স্নাতকের(সম্মান) সনদপত্রের চেয়ে স্নাতকোত্তর সনদপত্রের অগ্রাধিকার দেওয়া হয়। যার ফলে স্নাতকোত্তর ফলাফল প্রকাশিত না হওয়ায় চাকরির বাজারে প্রবেশ করতেও প্রতিনিয়ত হিমশিম খেতে হচ্ছে আমাদের।

প্রত্যাশিত চাকরির সুযোগ পেলেও স্নাতকোত্তর সনদপত্র না থাকার কারণে সেই সুযোগও হাতছাড়া হচ্ছে।

উল্লেখ্য, তাদের পরবর্তী আবর্তন অর্থাৎ এই বিভাগের বিশ্ববিদ্যালয়ের ২০১২-‘১৩ শিক্ষাবর্ষের(৭ম আবর্তন) স্নাতকোত্তর পরীক্ষাও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

/আরএ

Comments