কচ্ছপিয়া কেজি স্কুলে পিইসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল

প্রকাশিত: ১:২০ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০১৮

মোঃসাইদুজ্জামান সাঈদ: কক্সবাজার রামুর কচ্ছপিয়া ইউনিয়ের প্রান কেন্দ্রে অবস্থিত কচ্ছপিয়া ইউপি পরিষদের সামনে কচ্ছপিয়া কেজি স্কুলের পিইসি ফাইনাল পরীক্ষার্থীদের দোয়া মাহফিল ও বিদায় অনুষ্টানের আয়োজন করা হয়ে।

১৪ নভেম্বর বুধবার বেলা ১১ স্কুলের প্রতিষ্ঠাতা, শিক্ষাবীদ সাংবাদিক মাঈনুদ্দিন খালেদের সভাপতিত্বে কচ্ছপিয়া কেজি স্কুলের সহকারী শিক্ষক সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান আবু ইসমাইল মোঃ নোমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রোমখা পালং মাদ্রাসার সাবেক প্রধান শিক্ষক মাওলানা ছালেহ আহম্মদ, স্কুলের প্রধান শিক্ষক রাবেয়া খানম, আমাদের সময় মিডিয়া গ্রুপ ও সিপ্লাস টিভি প্রতিনিধি এবং দৈনিক কক্সবাজার প্রতিদিনের সিনিয়র স্টাফ রিপোর্টার সাংবাদিক আলহাজ্ব হাবিবুর রহমান সোহেল।

আরো উপস্থিত ছিলেন দৈনিক অগ্রযাত্রা প্রতিনিধি, মোহাম্মদ সাইদুজ্জামান সাঈদ,  ইউপি সদস্য আবুল কালাম, হাজ্বী আবু তালেব, পুলিশ সদস্য মোঃ ইসহাক, কচ্ছপিয়া শ্রমিকলীগ সভাপতি আবু তালেব সিকদার, শিক্ষক ইয়াছমিন আক্তার, নাছিমা আক্তার, অভিবাবক রুহুল আমিন প্রমূখ।

অনুষ্টান শেষে পিইসি পরীক্ষার্থীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও গান পরিবেশন করা হয়।

বিআইজে/

Comments