কক্সবাজারে বন্দুকযুদ্ধে শিশু ধর্ষণ মামলার আসামী নিহত

প্রকাশিত: ৬:২৭ পূর্বাহ্ণ, এপ্রিল ১, ২০১৮

একুশনিউজ২৪; কক্সবাজারের চকরিয়া উপজেলায় চার বছরের এক শিশু ধর্ষণ মামলার আসামী আব্দুর রহিম নামে এক যুবক বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন বলে দাবি করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারার উলুবনিয়ায় এ তথাকথিত বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

আজ রোববার সকালে র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন জানান, গত ২৬ মার্চ চকরিয়া উপজেলায় চার বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়। শিশুটি বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় গত ২৮ মার্চ রহিমকে আসামি করে মামলা হয়।

মেজর রুহুল আমিনের দাবি ‘আবদুর রহিমের একটি বাহিনী রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ডুলাহাজারার উলুবনিয়া এলাকায় অভিযান চালানো হয়। সন্ত্রাসীরা এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি করে। র‍্যাবও পাল্টা গুলি চালায়।’

‘প্রায় আধাঘণ্টা বন্দুকযুদ্ধের পর সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে আবদুর রহিমের মৃতদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া একটি বন্দুক, তিনটি গুলি, দুটি গুলির খোসা উদ্ধার করা হয়।’

মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

/এমএম

Comments