একদিন শিক্ষক ক্লাসে আসলেন…

প্রকাশিত: ১২:২৬ পূর্বাহ্ণ, অক্টোবর ৪, ২০১৮

একদিন শিক্ষক ক্লাসে আসলেন এবং বোর্ডে লিখলেন –

৯ x ১ = ৭
৯ x ২ = ১৮
৯ x ৩ = ২৭
৯ x ৪ = ৩৬
৯ x ৫ = ৪৫
৯ x ৬ = ৫৪
৯ x ৭ = ৬৩
৯ x ৮ = ৭২
৯ x ৯ = ৮১
৯ x ১০ = ৯০

লেখা শেষ করে তিনি ছাত্রছাত্রীদের দিকে তাকালেন, দেখলেন সবাই মিটিমিটি হাসছে।

শিক্ষক বললেন, আমি জানি তোমরা কেন হাসছো। আমি নামতার প্রথম লাইন ভুল লিখেছি।

আমি প্রথম লাইন ভুল লিখেছি তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেখানোর জন্য।

ছাত্রছাত্রীরা আগ্রহের সাথে কথা শুনছিলো।

শিক্ষক আবার বলা শুরু করলেন, দেখো, আমি নয়টা লাইন সঠিক লিখেছি। এজন্য তোমরা আমার প্রশংসা করনি বা ধন্যবাদও দাওনি। অথচ একটা লাইন ভুল লিখেছি বলে হাসাহাসি করছো, সমালোচনা করছো।

এটাই পৃথিবীর নিয়ম, এটাই বাস্তবতা। তুমি হাজারটা ভাল কাজ করো কেউ তোমার প্রশংসা করবে না। একটা সামান্য ভুল করে দেখো, পুরো পৃথিবী মাইক নিয়ে নেমে পড়বে তোমার সমালোচনা করার জন্য।

অতএব, কে কি বললো এটা কানে নিও না। সমাজে কিছু কিছু মানুষ আছে, কিভাবে অন্যের প্রশংসা করতে হয় তারা তা জানেই না।

এদের প্রতি রাগ করো না; বরং সহানুভূতি দেখাও, কারণ অন্যের প্রশংসা করার এই বিশেষ গুণটি তারা পায়নি।

মনে রেখো !
তুমি নিজেই তোমার সবচে’ বড় উপদেষ্টা।

ওরা বলুক ওদের মতো, তুমি চলো তোমার মতো। তবে অবশ্যই অবশ্যই সৎ পথে, সততার সাথে তোমাকে পথ চলতে হবে।

Comments