একই সড়কে ছুটির দিনে ৩ দুর্ঘটনা, প্রাণ গেল ৯ যাত্রীর

প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০১৮

সিলেট মহাসড়কে নরসিংদী অংশে ছুটির দিনে পৃথক তিন সড়ক দুর্ঘটনায় ৯ জনের প্রাণহানি হয়েছে।

শুক্রবার (৬ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত দুর্ঘটনাগুলো ঘটে। প্রথম দুর্ঘটনাটি ঘটে ঢাকা– সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার চারাবাগ এলাকায়, দ্বিতীয় দুর্ঘটনা ঘটে বাগহাটায়, শেষ দুর্ঘটনাটি ঘটে একই সড়কের মাধবদীতে।

চারবাগে প্রথম দুর্ঘটনায় মোটরসাইকেলের চার আরোহীর মৃত্যু হয়। নিহতরা হলেন ইয়ামিন (২৩), ডালিম (১৭), সোহাগ (১৭), রমজান (১৭)। তাদের বাড়ি রায়পুরা উপজেলার মরজাল গ্রামে।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম কাউসার জানান, কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী অনন্যা পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে চার আরোহী নিহত হন।

জেলার বাগহাটায় আরেকটি দুর্ঘটনায় প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দম্পতি নিহত হয়েছেন। সদর থানার সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) তাপস বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন আমিরুল ইসলাম (২৯) ও তার স্ত্রী মানসুরা (২৬)। তাদের বাড়ি মাধবদীর বিরামপুরে।

একই সড়কের মাধবদীতে দুপুরে দুর্ঘটনায় বাসের চাপায় তিনজন প্রাণ হারিয়েছেন।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আবুল কালাম জানান, দুর্ঘটনায় নিহতদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি।

Comments