উচ্চ আদালতে আপিল করবেন হিরো আলম

প্রকাশিত: ২:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০১৮

একুশ নিউজ: এবার মনোনয়ন পেতে উচ্চ আদালতে আপিল করার কথা জানালেন আলোচিত প্রার্থী হিরো আলম।

বৃহস্পতিবার ইসি কার্যালয়ে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি হয়। আপিলেও হিরো আলমের মনোনয়ন বাতিল বলে ঘোষণা হয়।

এ সময় তাৎকক্ষণিক প্রতিক্রিয়ায় হিরো আলম জানান প্রার্থীতা ফিরে পেতে উচ্চ আদালতে আপিল করবেন তিনি।

তিনি বলেন, হিরোকে জিরো বানানো এত সহজ নয়, এত সহজে মাঠ ছেড়ে যাচ্ছি না। উচ্চ আদালতে আপিল করবো।

হিরো আলম বলেন, নির্বাচনী এলাকায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১২ হাজার ৮৬ জন। সে অনুযায়ী ৩ হাজার ১শ ২১ জনের স্বাক্ষরই যথেষ্ট। কিন্তু ৩ হাজার ৫শ’ জনের স্বাক্ষর দিয়েছি।

তারপরও আমারটা বাতিল করা হয়েছে। আপিল করবো। দেখি কি হয়। যদি শেষ পর্যন্ত বাতিল হয় তাহলে আমি বসে থাকবো না। আমার ইমেজ কাজে লাগিয়ে যেকোনো একটি পক্ষে কাজ করবো।

সংশ্লিষ্ট খবর…. আপিলেও বাদ পড়লেন হিরো আলম

প্রাথমিক যাচাই-বাছাই শেষে গত রোববার হিরো আলমের মনোনয়ন অবৈধ বলে ঘোষণা করে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা।

এরপর মনোনয়ন ফিরে পেতে আপিল করেন হিরো আলম। কিন্তু আপিলেও বাদ পড়লেন হিরো আলম।

আজ বৃহস্পতির ইসি কার্যালয়ে আপিল শুনানিতে তার মনোনয়ন বাতিলের পূূর্ব ঘোষণা বহাল থাকে।

বৃহস্পতিবার নির্বাচন কমিশনে আপিল-নিষ্পত্তির শুনানিতেও তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

কমিশন থেকে বলা হয়, স্বতন্ত্র হিসেবে কেউ প্রার্থী হতে চাইলে বা নির্বাচন করতে চাইলে মনোনয়নপত্রের সঙ্গে ১ শতাংশ ভোটারের স্বাক্ষর দাখিল করতে হয়।

কিন্তু হিরো আলমের মনোনয়নপত্রে নির্ধারিত ভোটারের স্বাক্ষর ছিলো না। এ কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে নির্বাচন করতে চেয়েছিলেন হিরো আলম।

/আরএ

Comments