ইসলামী আন্দোলন খুলনা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, জুন ৯, ২০১৮

খুলনা প্রতিনিধি:শনিবার, ২৩ রমজান (৯ জুন ‘১৮) বিকাল ৪টায় খুলনা হোটেল সিটি ইন-এ ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা শাখার উদ্দ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি অধ্যক্ষ মাওলানা মুজ্জাম্মিল হক এর সভাপতিত্বে ও নগর সেক্রেটারি মুফতি আমানুল্লাহর পরিচালনায় অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডয়াম সদস্য আলহাজ্ব ড়াঃ মোখতার হোসাইন বলেছেন, মানুষ সৃষ্টির সেরা সৃষ্টি। আল্লাহ বলেছেন এমন কিছু মানুষ আছে যারা কুকুর, শিয়াল ও শুকরের চেয়ে অধম। আমল ও চরিত্রের কারণে এই পার্থক্য হয়। এই গুন আমাদের অর্জন করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। ইসলাম বহির্ভূত শাসনের কারণে শিয়াল, কুকুর ও হিংস্র হায়েনার চেয়ে খারাপ লোক তৈরি হয়, মায়ানমার এর উদাহরণ। এরা দেশ শাসন করে বলেই দেশে খুন, গুম, অনৈতিকতা, নৃশংসতার জন্ম হয়। ইসলামী শাসন প্রতিষ্ঠার মাধ্যমেই এই অবস্থার পরিবর্তন সম্ভব।

তিনি বলেন, রাষ্ট্রীয় সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সরকারকে যুদ্ধ ঘোষণা করতে হবে। সন্ত্রাস ও দুর্নীতি মহামারি আকার ধারণ করেছে। দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত রাষ্ট্র গঠনে কুরআনের বিধান প্রতিষ্ঠার প্রয়োজন। বর্তমান সমাজ ব্যবস্থায় গরীব দিন দিন নিঃস্ব হচ্ছে অপরদিকে ধনীরা আরো ধনী হচ্ছে চলমান এই বৈষম্য ও বঞ্চনা দূর করতে হলে যাকাতভিত্তিক ইসলামী অর্থনীতি প্রবর্তন করতে হবে।

তিনি বলেন, পুরো দেশের রাস্তাঘাট খোঁড়াখুড়ি করে নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে না পারায় জনদুর্ভোগ চরম আকার ধারণে করেছে। ঈদকে সামনে রেখে ঘরফেরা মানুষ চরম দুর্ভোগে নিপতিত হবে। মাদকের ফলে ছাত্র ও যুবসমাজ ধ্বংস প্রায়। দেশে মাদকের সয়লাব। মাদক নিয়ন্ত্রণে সরকার যুদ্ধ ঘোষণা করেছে।

বিশেষ অতিথির বক্তব্যে দলের নায়েবে আমীর মাওঃ আব্দুল আউয়াল বলেন, কুরআন নাজিলের এ মহান মাসে কুরআনের বিধান প্রতিষ্ঠায় সকলকে কাজ করতে হবে। কুরআনের বিধান রাষ্ট্রে না থাকায় সর্বত্র সন্ত্রাস, দুর্নীতি, খুন, ধর্ষণ, মাদক ও অশান্তি বিরাজ করছে।

ইফতার ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সভাপতি মাওঃ আব্দুল্লাহ ইমরান, নগর সহ সভাপতি মাওঃ মুজাফ্ফার হোসাইন, শেখ মুহা. নাসির উদ্দিন, বিএনপির মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, মাওঃ নাসির উদ্দিন কাশেমী, আওয়ামীলীগ নগর দপ্তর সম্পাদক মাহবুবু আলম সোহাগ, সদর থানার সভাপতি এ্যাড. সাইফুল ইসলাম, জেপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শরিফ শফিকুল হামিদ চন্দন, দক্ষিণাঞ্চল প্রতিদিন সম্পাদক এস এম সাহিদ হোসেন, সেবক পত্রিকার সম্পাদক মারুফ হোসেন, দৈনিক জন্মভূমির চীপ রিপোর্টার সোহরাব হোসেন, খেলাফত মজলিসের মাওঃ নাসির উদ্দিন, মাওঃ আব্দুল্লাহ জুবায়ের, চ্যানেল টুইয়েন্টি ফোরের মামুন রেজা, যমুনা টেলিভিশনের কনক রহমান, ইন্ডেপেন্ডেন্টস টেলিভিশনের এ এইচ এম শামিমুজ্জামান, দেশ সংযোগের নির্বাহী সম্পাদক আবুল নুরায়িন খন্দকার, ডিভিসি টেলিভিশনের মোঃ আমিরুল ইসলাম, বৃহত্তর উন্নয়ন সংগ্রাম কমিটির মোঃ আশরাফু্জ্জামান, আমরা খুলনা বাসীর সভাপতি ডাঃ নাসির উদ্দিন, উন্নয়ন ফোরামের মহাসচিব এম এ কাশেম, নিরাপদ সড়ক চাইর সাধারণ সম্পাদক এস এম ইকবাল হোসেন বিপ্লব, দৈনিক পুর্বাঞ্চলের ষ্টাফ রিপোর্টার এইচ এম আলাউদ্দিন, দৈনিক ইনকিলাবের আশরাফুল ইসলাম নুর, সময়ের খবর ষ্টাফ রিপোর্টার মোহাম্মদ মিলন, দৈনিক সংগ্রামের আব্দুর রাজ্জাক রানা, দৈনিক যুগান্তরের আহমেদ মুসা রঞ্জু, দৈনিক তথ্যের বার্তা সম্পাদক নুর হোসেন জনি, দৈনিক খুলনাঞ্চলের মোঃ হারুন অর রশিদ, দক্ষিণাঞ্চল প্রতিদিনের মোঃ জয়নাল ফরাজী, টিভি ক্যামেরা জার্নালিস্টের সাধারণ সম্পাদক হাসান আল মামুন, শাকিল আহমেদ রাজা, মাওঃ ওয়াহিদুজ্জান, ওবায়দুল, মাওঃ মুজিবর রহমান, মাওঃ আবু সাইদ, মাওঃ রেজাউল করীম, জয়েন্ট সেক্রেটারী মাওঃ ইমরান হোসাইন, এজাজ মানসুর, জিএম সজিব মোল্লা, ডাক্তার আল আমিন এহসান, আব্দুল্লাহ আল মামুন, মোঃ তরিকুল ইসলাম কাবির, মোঃ হারুন, মাওঃ আসাদুল্লাহ, আব্দুর রশিদ, মোল্লা রবিউল ইসলাম তুষার, আবু গালিব, জিএম কিবরিয়া, হযরত আলী, আবু তাহের, আমজাদ হোসেন, মিজানুর রহমান, জিএম নওশের, হাফেজ মোস্তাফিজুর রহমান, শ্রমিক নেতা আলহাজ্ব জাহিদুল ইসলাম, আবুল কালাম আজাদ, যুবনেতা মোঃ ইমরান হোসেন মিয়া, এইচ এম জুনায়েদ মাহমুদ, ছাত্র নেতা মুহা. ইসহাক ফরিদী, শেখ আমিরুল ইসলাম, মুহা. হাসানুজ্জামান, মুহা. সাইফুল ইসলাম, এসকে নাজমুল হাসান, এইচ এম খালিদ সাইফুল্লাহ, শেখ নাজমুল হুদা, আব্দুস সালাম জায়েফ প্রমুখ নেতৃবৃন্দ।

Comments