ইভিএম ব্যবহার হবে ৬টি আসনের ৯০০টি কেন্দ্রে

প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৮

একুশ নিউজ: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬টি আসনের প্রায় ৯০০টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।

শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে নির্বাচন কমিশন সচিবালয়ে বৈঠক শেষে তিনি এই কথা জানান।

ইসি সচিব হেলালুদ্দীন জানান, আগামী ২৮ নভেম্বর সিটি কর্পোরেশনের আওতাভুক্ত আসনগুলো থেকে লটারির মাধ্যমে এই ৬টি আসন নির্ধারণ করা হবে।

দ্বৈবচয়ন পদ্ধতিতে নির্বাচিত এই ছয়িটি আসনের ৯০০ তথা সবগুলো কেন্দ্রে কোনো ব্যালট পেপার থাকবে না। শনিবার নির্বাচন কমিশনের সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

এর আগে গতকাল শুক্রবার প্রধান নির্বাচন কমিশনার সিইসি নূরুল হুদা জানিয়েছিলেন দু’একদিনের মধ্যে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত চূড়ান্ত হবে।

বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিবাদের মুখেও শেষ পর্যন্ত আগামী নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্তে অটল রইলো ইসি।

এদিকে, গত বৃহস্পতিবার জাতীয় ঐক্যফ্রন্টের এক সেমিনারে ঐক্যফ্রন্ট আ স ম আব্দুর রব জানিয়েছেন নির্বাচনে ইভিএম ব্যবহার করলে সংবিধান লঙ্ঘন করলে মামলা করা হবে।

/আরএ

Comments