আজ রাতে স্যাটেলাইট উৎক্ষেপণ; সরাসরি দেখা যাবে ইউটিউবে

প্রকাশিত: ১২:৫৩ পূর্বাহ্ণ, মে ১১, ২০১৮

রুম্মান আজিজ: সবকিছু ঠিক থাকলে আজ রাতেই মহাকাশের পথে যাত্রা করবে বাংলাদেশি স্যাটেলাইট বঙ্গবন্ধু -১। বাংলাদেশ সময় আজ রাত (১১ মে) রাত ২টা ১২ মিনিট থেকে ভোর ৪টা ২২ মিনিটের মধ্যে এটি উৎক্ষেপণ হবে।

এই স্যাটেলাইট উৎক্ষেপণের মধ্য দিয়ে বিশ্বের ৫৭তম দেশ হিসেবে স্যাটেলাইট জগতে প্রবেশ করবে বাংলাদেশ।

ঐতিহাসিক এই মুহূর্তটি বাংলাদেশ টেলিভিশনসহ দেশের সব স্যাটেলাইট টিভি এবং অনলাইন সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। এ ছাড়া দেশের সব জেলা ও উপজেলাতেও সরাসরি সম্প্রচারের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন।

স্পেস সেন্টারের সৌজন্যে ইউটিউবে দেখা যাবে সরাসরি। ইউটিউবে দেখতে এই এখানে ক্লিক করুন।

/আরএ

Comments