আজ দেশে ফিরছেন সাকিব আল হাসান

প্রকাশিত: ১১:২৬ পূর্বাহ্ণ, অক্টোবর ১৪, ২০১৮

স্পোর্টস ডেস্ক: সাকিব আল হাসান দেশে ফিরছেন আজ। এই খবরটা বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য নিঃসন্দেহে খুশির। অস্ট্রেলিয়ায় ডাক্তার ডেভিড হয়ের অধীনে চিকিৎসা শেষে কিছুটা শঙ্কামুক্ত এই অলরাউন্ডার।

এর আগে এশিয়া কাপ খেলতে গিয়ে পুরনো চোটে নতুন করে ব্যথা অনুভব করায় মাঝপথে ফিরতে হয়েছে দেশে। দ্রুত শরণাপন্ন হন ঢাকাস্থ একটি বেসরকারি হাসপাতালের।

এখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চলে যান অস্ট্রেলিয়ায়।

সেখানে প্রায় ১১ দিনের চিকিৎসা শেষে আজ রোববার দুপুরে দেশে ফিরবেন সাকিব।

ডেভিড হয়ের চিকিৎসা শেষে আপাতত দেশি চিকিৎসকদের অধীনেই চলবে তার চিকিৎসা। তিন মাস পর ব্যাট হাতে নামতে পারবেন বাংলাদেশের এই সেরা অলরাউন্ডার।

এই তিন মাসের ভেতর যদি আবার ব্যথা অনুভূত না হয় তবে খেলতে কোনও বাধা নেই সাকিবের। তবে অপারেশন করতে অপেক্ষা করতে হবে আরও ছয়মাস।

এই চোটের কারণে সাকিব খেলতে পারছেন না ঘরের মাঠে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ। শঙ্কা আছে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলা নিয়েও।

বিআইজে/

Comments