আগে ঘরের মাদক ব্যবসায়ীদের ধরুন: সরকারকে ফখরুল

প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ, মে ২১, ২০১৮

স্টাফ রিপোর্টার : সবার আগে সরকারকে নিজের ঘরের মাদক ব্যবসায়ীদের ধরার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২১ মে) রাজধানীর দৈনিক বাংলা মোড়ে অবস্থিত পুষ্পদান রেস্টুরেন্টে ২০ দলীয় জোটের শরীক খেলাফত মজলিশ আয়োজিত ইফতার মাহফিলে তিনি এই দাবি জানান।

ফখরুল বলেন, ‘দেশে নতুন অভিযান শুরু হয়েছে। মাদক নিয়ন্ত্রণ করছে সরকার। ভালো কথা। আমরা অবশ্যই মাদক দমনে পদক্ষেপ নেয়া হোক তা চাই। তবে আগে ঘরের ব্যবসায়ীদের ধরুন। আপনাদের এমপি আব্দুর রহমান বদিই সবচেয়ে বড় মাদক ব্যবসায়ী। অথচ তাকে ছেড়ে দেয়া হয়েছে।’

তিনি বলেন, ‘অপরাধীদের বিচার হতে হবে। বিনা বিচারে হত্যাকাণ্ড চলতে পারে না। এর আগে জঙ্গি নির্মূল করতে গিয়ে আপনারা ভিন্ন মতকে নিশ্চিহ্ন করে দেয়ার পথ বেছে নিয়েছেন। বিনা বিচারে নিরাপরাধীদের হত্যা করে জঙ্গি বলে চালিয়ে দেয়া হয়েছে। কোনো তদন্তই করা হয়নি।’

মাদক নিয়ন্ত্রণ অভিযানের নামেও সেরকম নিরাপরাধ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর দমন চলবে বলেও শঙ্কা প্রকাশ করেন ফখরুল।

আলোচনার শুরুতে ফখরুল খালেদা জিয়ার কথা উল্লেখ করে বলেন, ‘আজ এমন সময় ইফতার করছি যখন আমাদের নেত্রী খালেদা জিয়া নির্জন কারাগারে বাস করছেন। এই জুলুমবাজ, বেআইনি, অবৈধ সরকার সম্পূর্ণ গায়ের জোরে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে এবং তাকে স্থায়ী করার জন্য খালেদা জিয়াকে মিথ্যা মামলায় আটকে রেখেছে।’

ফখরুল বলেন, ‘বেগম জিয়া সবসময় গণতন্ত্রের সংকটে সামনে এসে নেতৃত্ব দিয়েছেন এবং গণতন্ত্রকে রক্ষা করেছেন। কখনো তিনি নির্বাচনে পরাজিত হননি। সে জনপ্রিয় নেত্রীকে এই গণবিচ্ছিন্ন সরকার জনগণ থেকে দূরে রাখতে কারাগারে রেখেছে। আজ আমাদের মন ভারাক্রান্ত।’

বিএনপি মহাসচিব বলেন, ‘দেশ আজ মহাসংকটে। এতো বড় সংকটে আর পতিত হয়নি দেশ। মহান মুক্তিযুদ্ধের চেতনাকে পদদলিত করে একদলীয় সরকার কায়েমের জন্য অন্যায় অত্যাচার দিয়ে সমস্ত বিরোধী শক্তিকে দমন করছে সরকার।’

তিনি বলেন, ‘এই দানবকে সরাতে হবে। তার জন্য দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে। আল্লাহ আমাদেরকে মুক্তি দিক এই ভয়াবহ দানব ও নির্যাতনকারী থেকে।

একুশ নিউজ/এএইচ

Comments