আওয়ামী লীগ আসার পরই বাংলা রাষ্ট্রভাষার মর্যাদা পায়: প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষা আন্দোলনের ধারাবাহিকতায় স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করেছিলেন। আওয়ামী লীগ আসার পরই বাংলা রাষ্ট্রভাষার মর্যাদা পায়।

প্রধানমন্ত্রী বলেন, যে ভাষার জন্য রক্ত দেওয়া হয়েছিল, সে ভাষা আমরা শিখবো না কেন? কেনো চর্চা করব না সেই ভাষা?। এ ভাষার চর্চা অপরিহার্য। কিন্তু ইদানিং মাতৃভাষা বলাটা ইংরেজিভাবে শুরু হয়ে গেছে কিন্ত কেন তা হয়েছে জানি না।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে গতকাল শনিবার বিকালে কৃষিবিদ ইস্টিটিউশন মিলনায়তনে আওয়ামীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেনে

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ক্ষমতাকে একেবারে তৃণমূলে পৌঁছে দিয়েছিলেন২১ বছর পর ক্ষমতায় এসে আওয়ামী লীগ আবারও উন্নয়নে কাজ শুরু করে। মানুষ এখন মুক্তিযুদ্ধের কথা বলতে পারে।

প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি অর্জনের পেছনে এদেশের মানুষের ত্যাগ রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার সুফল বাংলাশের মানুষের কাছে পৌঁছে দিতে কাজ শুরু করেছিলেন। মুক্তিযুদ্ধের পর জাতির পিতার অনুরোধে মিত্রশক্তিকে ফেরৎ নিয়ে যায় ইন্দিরা গান্ধী।

আরএম

Comments