অবৈধভাবে সিম বিক্রির দায়ে গ্রামীণফোন কর্মকর্তা গ্রেপ্তার

প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০১৮

একুশ ডেস্ক: বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বরাদ্দ করপোরেট সিম বাইরে বিক্রির অভিযোগে গ্রামীণফোনের এক বিপণন কর্মকর্তা ও একজন পরিবেশককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তার দুজন হলেন- গ্রামীণফোনের সিনিয়র এক্সিকিউটিভ (বিজনেস সেলস) সৈয়দ তানভীরুর রহমান এবং পরিবেশক তৌফিক হোসেন পলাশ।

র‌্যাব-৪ এ দায়িত্বরত সিনিয়র এএসপি মোহাম্মদ সাজিদুল ইসলাম বলেন, শনিবার সন্ধ্যায় মিরপুর ৬ নম্বর সেকশনের চলন্তিকা রোড থেকে বিপুল পরিমাণ ‘অবৈধ সিমসহ’ তাদের গ্রেপ্তার করা হয়।

সাজিদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তার দুজন বিভিন্ন কোম্পানির নামে গ্রামীণ ফোনের ইস্যু করা করপোরেট সিম বাইরে বিক্রি করছিল। যে কোম্পানির নামে সিম বিক্রি হচ্ছিলো, তারা বিষয়টি জানতও না। আর এসব সিম চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহার করা হচ্ছিলো।

রোববার সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানান র‌্যাব কর্মকর্তা সাজিদুল।

/আরএ

Comments