‘অগ্নি নিরাপত্তার লক্ষ্যে সরকার কাজ করছে’

প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০১৮

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন ,  অগ্নি নিরাপত্তার লক্ষ্যে সরকার কাজ করছে । অগ্নি নিরাপত্তা একান্ত জরুরি। এ বিষয়ে জনগণকেও সচেতন হতে হবে।

আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ইলেক্ট্রনিকস সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইসাব) আয়োজিত ‘আন্তর্জাতিক ফায়ার সেফটি’মেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘২০০৮ সালে ক্ষমতা নেওয়ার সময় ফায়ার সার্ভিসের স্টেশন সংখ্যা ছিল ১৯৩টি। বর্তমানে এ সংখ্যা ৩৩৫। প্রকল্প শেষ হলে এ সংখ্যা দাঁড়াবে ৫৫৪টিতে। একই সঙ্গে অগ্নি নিরাপত্তা বৃদ্ধিতে দেশব্যাপী ব্যাপক সচেতনতা সৃষ্টি ও প্রাক-প্রস্তুতিরও কোনো বিকল্প নেই।’

আসাদুজ্জামান খান কামাল আরো বলেন, ‘প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি হয়। তা রক্ষায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কাজ করছে। একটি সরকারি প্রতিষ্ঠানের পক্ষে তা করা দুরুহ। এ ক্ষেত্রে বেসরকারি উদ্যোগেও এগিয়ে আসতে হবে। আর স্থিতিশীল সরকার থাকলে তা সম্ভব হবে।’

অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বক্তৃতা করেন।

#একুশ নিউজ/ এএইচ

Comments