স্ত্রীর মৃত্যুতে প্যারোলে মুক্তি পেলেন নওয়াজ-মরিয়ম নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০১৮ আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের স্ত্রী কুলসুম নওয়াজের মৃত্যুতে দাফন কাজে অংশ নিতে প্যারোলে মুক্তি পেয়েছেন নওয়াজ শরীফ ও তার কন্যা মরিয়ম নওয়াজ এবং জামাতা ক্যাপ্টেন (অব.) সাফদার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এই খবর জানা গেছে। মঙ্গলবার ভোরে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কুলসুম নওয়াজ (৬৮)। মন্ত্রণালয়ের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম জিয়ো নিউজ জানিয়েছে, কুলসুমের জানাজা অনুষ্ঠান থেকে সমাহিত করা পর্যন্ত তিনজনের প্যারোল মঞ্জুর করা হবে। আর এ জন্য তাদের আবেদন করতে হবে। এ দিকে নওয়াজ শরিফের পরিবার কুলসুমের মরদেহ লন্ডন থেকে পাকিস্তানে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পরিবারটি বলছে, পাকিস্তানের মাটিতেই কুলসুমকে সমাহিত করা হবে। ফুসফুসের সমস্যা ও ক্যানসারে আক্রান্ত কুলসুম নেওয়াজ ২০১৭ সালের জুন মাস থেকে লন্ডনের হারলে স্ট্রিট ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন। একই বছর তার লিম্ফোমা (কণ্ঠনালি) ক্যানসার ধরা পড়ে। মঙ্গলবার ভোরে ওই ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় কুলসুম না ফেরার দেশে চলে যান । নওয়াজ ও কুলসুম দম্পতির চার সন্তান—হাসান, হুসাইন, মরিয়ম ও আসমা। উল্লেখ্য, জুলাই মাসে জাতীয় নির্বাচনের আগে দেশে ফিরে দুর্নীতির মামলার আইনি মোকাবিলা করতে এসে তারা কারাবন্দী হন। /এমএম Comments SHARES আন্তর্জাতিক বিষয়: স্ত্রীর মৃত্যুতে প্যারোলে মুক্তি পেলেন নওায়জ-মরিয়ম