ভোলায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০১৮ উৎযাপন

প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০১৮

জুবায়ের চৌধুরী পার্থ, ভোলা প্রতিনিধি: ‘খাদ্যের কথা ভাবলে পুষ্টির কখাও ভাবুন’ এই স্লোগানকে সামনে রেখে ভোলায় পালিত হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০১৮।

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আজ (২৩এপ্রিল) সোমবার সকাল ১০ টায় স্বাস্থ্য বিভাগের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে র‌্যালীটি বের হয়ে ভোলা পৌর শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

র‌্যালী শেষে জেলা প্রশাসক মো: মাসুদ আলম সিদ্দিক’র সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় ভোলা সিভিল সার্জন ডা: রবিন্দ্রনাথ মজুমদার, কৃষি সম্প্রসারন পরিচালক প্রশান্ত কুমার সাহা, স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা- কর্মচারীবৃন্দ ও স্কুল-কলেজে শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারন মানুষ উপস্থিত ছিলেন।

/এমএম

Comments