ব্যাংকগুলোর মূলধন খেয়ে ফেলা হয়েছে : রিজভী নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০১৮ স্টাফ রিপোর্টার : বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী বলেছেন, ‘রাষ্ট্রায়াত্ত বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলোর মূলধন পর্যন্ত খেয়ে ফেলা হয়েছে’ । তিনি বলেন, ‘আজও পত্রিকার হেড লাইন ছিল মূলধন ঘাটতির পরিমাণ ২০ হাজার ৩৯৮ কোটি টাকা। নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে খেলাপি ঋণ। এর উল্লম্ফন গতির লাগাম কিছুতেই থামানো যাচ্ছে না।’ তিনি আরো বলেন, বাংলাদেশ ব্যাংক লুট হয়ে গেল, সরকারি ব্যাংক লুট হয়ে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা ধ্বংস হয়ে গেলো। অথচ দুদক উটপাখীর মত বালিতে মাথা গুঁজে রেখেছে। টুঁ-শব্দও করছে না। অন্যদিকে নির্দোষ খালেদা জিয়ার কারাবাস দীর্ঘ করার জন্য তাদের চেষ্টার অন্ত নেই। শুক্রবার (১৬ মার্চ) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন। এ সময় খালেদা জিয়ার জামিনের বিরুদ্ধে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আবেদনের সমালোচনাও করেন তিনি। তিনি বলেন, ‘আদালতে সরকার যেভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে সেখানে ন্যয়বিচার পাওয়ার আশা খুবই ক্ষীণ। বিএনপি চেয়ারপারসনের মামলায় সেটির বহিঃপ্রকাশ ঘটেছে। দেশের তিনবারের প্রধানমন্ত্রীর জামিন বিষয়ে বাংলাদেশের প্রতিটি মানুষ চক্রান্ত হিসেবে দেখছে।’ দুদককে হাতিয়ার হিসেবে ব্যবহার করে সরকার ‘সম্পূর্ণ নির্দোষ’ খালেদা জিয়াকে কারাবন্দী করেছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘গতকাল খালেদা জিয়ার বিরুদ্ধে লিভ টু আপিল করে আবারও প্রমাণ করেছে তারা সরকারের প্রতিহিংসা চরিতার্থ করার হাতিয়ার।’ এসময় তরুণ ছাত্রনেতা জাকির হোসেন মিলনের মৃত্যুতে পুলিশের আইজিপির বক্তব্যের সমালোচনাও করেন বিএনপির এই সিনিয়র নেতা। তিনি দাবি করেন, ‘মিলন হাসপাতালে নয় বরং নির্যাতনের পর কারাগারেই বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেছে।’ এ সময় অবিলম্বে শফিউল বারী বাবুসহ যেসব নেতাকর্মী রিমান্ডে আছেন তাদের মিথ্যা ও কাল্পনিক মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবি জানান রিজভী। এ সময় খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বরিশালের বিভাগীয় সমাবেশ আগামী ২৪ মার্চের পরিবর্তে আগামী ৭ এপ্রিল তারিখ অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেন তিনি। #একুশ নিউজ/এএইচ Comments SHARES রাজনীতি বিষয়: বিএনপিব্যাংকরিজভী