কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১০:১১ পূর্বাহ্ণ, এপ্রিল ৫, ২০১৮ কুষ্টিয়া প্রতিনিধি: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছে। তাঁর নাম কুদ্দুস ওরফে সাগর (৪২)। র্যাবের দাবি, কুদ্দুস নিষিদ্ধঘোষিত চরমপন্থি সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) আঞ্চলিক প্রধান ছিলেন। আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার কয়া এলাকার গড়াই নদীর চরে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি বন্দুক, দুটি পিস্তল ও ১৩টি গুলি উদ্ধারের কথা জানানো হয়েছে। কুষ্টিয়া র্যাব-১২-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মুহাইমিনুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে গড়াই নদীর চরে একদল সন্ত্রাসী নাশকতার উদ্দেশে গোপন বৈঠক করছে। এর ভিত্তিতে র্যাব-১২-এর একটি দল অভিযানে যায়। টের পেয়ে সন্ত্রাসীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে র্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে। এ ঘটনায় কুদ্দুস ওরফে সাগরকে গুলিবিদ্ধ হয়। র্যাব তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। /এসআর Comments SHARES অপরাধ বিষয়: কুষ্টিয়াবন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত