প্রীতি ম্যাচে জার্মানিকে ব্রাজিল, আর্জেন্টিনাকে বড় ব্যবধানে হারালো স্পেন নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৬:৫৮ পূর্বাহ্ণ, মার্চ ২৮, ২০১৮ স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বকাপ দল ঘোষণার আগে দুই হাইভোন্টেজ ম্যাচে জার্মোনিকে হারিয়েছে ব্রাজিল, আর্জেন্টিনাকে হারিয়েছে স্পেন। মঙ্গলবার রাতে বার্লিনে জার্মানিকে ১-০ গোলে হারিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। অন্যদিকে স্পেনের ঘরের মাঠে আর্জেন্টিনাকে ৬-১ গোলের হার উপহার দেয় স্পেন। ওয়ান্ডা মেট্রোপলিটানো স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বল দখলে নিয়ে খেলতে থাকে স্পেন। কিন্তু ম্যাচের প্রথম এবং সবচেয়ে সহজ সুযোগটা ৮ মিনিটেই পেয়ে যায় আর্জেন্টিনা। বাঁ পাশ থেকে মেজার ক্রসে গোলকিপারকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন আর্জেন্টাইন স্ট্রাইকার হিগুয়াইন। এর ঠিক ৪ মিনিট পরেই গোলের খাতা খোলে স্পেন। ২৭ মিনিটে আবারও স্পেনের গোল। ৩৯ মিনিটে ডিফেন্ডার ওটামেন্ডির পায়ে একমাত্র গোলটি পায় আর্জেন্টিনা। বিরতির আগ পর্যন্ত ব্যবধানটা ২-১এর মধ্যেই সীমাবদ্ধ ছিলো। কিন্তু বিরতির পর আর্জেন্টিনাকে গুণে গুণে আরো ৪টি গোল হজম করতে হয়। জার্মান-ব্রাজিলের খেলায় ৩৭ মিনিটে উইলিয়ানের ক্রস থেকে গ্যাব্রিয়েল জেসুসের হেডে ব্রাজিলের একমাত্র জয়সূচক গোলটি আসে। উল্লেখ্য, দুটি ম্যাচে ব্রাজিল-আর্জেন্টিনার দুই তারকা ফুটবলার নেইমার এবং মেসি ছিলেন মাঠের বাইরে। তারা দুজনেই ইনজুরিতে আক্রান্ত। /আরএম Comments SHARES খেলাধুলা বিষয়: আর্জেন্টিনাআর্জেন্টিনাকে বড় ব্যবধানে হারালো স্পেনজার্মানিপ্রীতি ম্যাচে জার্মানিকে ব্রাজিলব্রাজিলস্পেন