প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব দেওয়া আমাদের রাজনৈতিক শিষ্টাচারে নেই: মির্জা ফখরুল

প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০১৮

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী নিজে যেমন অন্যকেও তিনি তেমনই মনে করেন। তার বক্তব্যের জবাব দেওয়া আমাদের রাজনৈতিক শিষ্টাচারে নেই। শনিবার সন্ধ্যায় ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন মিলনায়তনে স্বাধীনতা দিবসের এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘বর্তমানে আমাদের সামনে একটাই লক্ষ্য। আর সেটা হচ্ছে খালেদা জিয়াকে মুক্ত করা। এর বাইরে আর কোনো বিকল্প চিন্তা করার সুযোগ নেই। আগে খালেদা জিয়ার মুক্তি তারপর বাকি অন্য সব।’

দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, বেগম জিয়াকে মুক্ত করতে এবং ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে। এজন্য একটি জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।

তিনি বলেন, আমাদের অধিকার, নিরাপত্তা ও নাগরিক অধিকারের জন্য ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে। এজন্য বিভেদ ভুলে সবাইকে এক হয়ে আন্দোলন করতে হবে।

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, জমির উদ্দিন সরকার, আমির খসরু মাহমুদ চৌধুরীও মির্জা আব্বাস উপস্থিত ছিলেন।

/আরএ

Comments