পায়ে হেঁটে চট্টগ্রামের উদ্দেশে রোভারের ৩ সদস্য

প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, মে ৮, ২০১৮

মুহাম্মদ নোমান ছিদ্দীকী:লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: পায়ে হেঁটে লক্ষ্মীপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে রওয়ানা হয়েছেন জেলা রোভার স্কাউটস’র তিনজন সদস্য।

রোববার (মে ০৬) সকাল ৮টায় জেলার জিরোপয়েন্ট থেকে তাদের যাত্রা শুরু হয়। এ প্রথম তারাই লক্ষ্মীপুর থেকে পায়ে হেঁটে পরিভ্রমণে যাত্রা শুরু করেছেন।

‘মিলে মিশে মোরা থাকবো, শহরটাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবো’ এ স্লোগান ধারণ করে তারা চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা দেন।

তারা হচ্ছেন দত্তপাড়া কলেজের অনার্স ৪র্থ বর্ষের ছাত্র ও সিনিয়র রোভার মেট ঈমাম হোসেন, রোভার জাবেদ হোসেন ও কফিল উদ্দিন ডিগ্রি কলেজের অনার্স ৪র্থ বর্ষের ছাত্র ও সিনিয়র রোভার মেট জয়নাল আবদীন।

জেলা রোভার সূত্র জানায়, রোভারিংয়ের সর্বোচ্চ সম্মান হচ্ছে প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড (পিআরএস)। এ সম্মান অর্জনের জন্য পায়ে হেঁটে পরিভ্রমণ ক্যাম্প করতে হয়। যার উদ্দেশে তাদের লক্ষ্মীপুর থেকে চট্টগ্রাম কলেজ পর্যন্ত এ পরিভ্রমণে যাত্রা শুরু করা। গন্তব্যে পৌঁছাতে তাদের পাঁচদিনে ১৫০ কিলোমিটার হাঁটতে হবে। প্রতিদিন ৩০ কিলোমিটার হেঁটে পথিমধ্যে বিভিন্ন কলেজে রাত যাপন করবেন তারা। যাত্রাপথে তারা লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী ও চট্টগ্রামের বিভিন্ন এলাকার আর্থ-সামাজিক অবস্থা সম্পর্কে জ্ঞান লাভ করবেন।

রোভার ঈমাম হোসেন বলেন, ‘পিআরএস পরীক্ষা দিতে হলে একটি পরিভ্রমণ ক্যাম্প করতে হয়। যার উদ্দেশে লক্ষ্মীপুর জিরোপয়েন্ট থেকে চট্টগ্রামে যাওয়ার জন্য রওয়ানা হয়েছি। এ পরিভ্রমণ যেন সফল করতে পারি তাই সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।

লক্ষ্মীপুর জেলা রোভারের কমিশনার সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুবে এলাহী বলেন, ‘এটি রোভার স্কাউটস’র একটি ভিন্নধর্মী ক্যাম্প। এর মাধ্যমে অনেক বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। সর্বপ্রথম এই তিন রোভার লক্ষ্মীপুর থেকে এ ধরণের ক্যাম্পে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশা করা যাচ্ছে।

Comments