পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে তারেক রহমানের লিগ্যাল নোটিশ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০১৮ স্টাফ রিপোর্টার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে বিএনপির সিনিয়র ভাইস চেয়াম্যান তারেক রহমান। সোমবার তারেক রহমানের আইনজীবি ব্যারিস্টার কায়সার কামাল তার পক্ষে এই নোটিশ পাঠান। গত শনিবার লন্ডনে এক সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে বলেছিলেন, ২০১২ সালে তারেক জিয়া তার বাংলাদেশি পাসপোর্ট লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনে জমা দিয়ে তার বাংলাদেশি নাগরিকত্ব সারেন্ডার করেছেন। সেজন্য তারেক রহমান এখন আর বাংলাদেশের নাগরিক নন বলেও দাবি করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বাংলাদেশের নাগরিক না হয়েও তারেক রহমান কীভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয় সেটা নিয়েও প্রশ্ন তোলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে অসত্য এবং বানোয়াট দাবি করে তারেক রহমানের আইনজীবি পররাষ্ট্রমন্ত্রীকে এই লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। নোটিশে বলা হয়েছে, তারেক রহমান তার পাসপোর্ট বর্জন করেননি। সেটি তার নিজের কাছেই রয়েছে। আগামী দশ দিনের মধ্যে ওই বক্তব্য প্রত্যাহার করা না হলে ফৌজদারি ও দেওয়ানি মামলা দায়ের করা হবে বলেও নোটিশে উল্লেখ্য করা হয়েছে। /এমএম Comments SHARES রাজনীতি বিষয়: তারেক রহমানপররাষ্ট্র প্রতিমন্ত্রীশাহরিয়ার আলম