নাশকতার পরিকল্পনাকালে শিবিরের ৩৮ নেতাকর্মী আটক নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, মার্চ ৫, ২০১৮ নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর জেলা শহর মাইজদীতে নাশকতার পরিকল্পনার গোপন বৈঠক চলাকালে বিশেষ অভিযানে শিবিরের ৩৮ নেতাকর্মীকে আটক করেছে সুধারাম মডেল থানা পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে প্রচুর জিহাদি বই, ২১টি পেট্রোল বোমা, ৮টি কিরিচ, ৮টি মোটরসাইকেল জব্দ করা হয়। সোমবার রাত ৮টায় পৌরসভার ১নং ওয়ার্ডের মধুসূদনপুর এলাকার আমেনা মঞ্জিলের ৪র্থ তলার একটি কক্ষ থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে নোয়াখালী পৌর শিবিরের সেক্রেটারি আবদুল্যাহ আল রাকিবসহ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১০ জন, নোয়াখালী সরকারি কলেজের ১৯, বিভিন্ন মাদ্রাসার সাতজন, নোয়াখালী পলিটেকনিক কলেজের একজন, কুমিল্লা আইন কলেজের একজনসহ শিবিরের ৩৮ নেতাকর্মী রয়েছেন। জেলা পুলিশ সুপার ইলিয়াছ শরীফ ও সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, একটি সংগঠনের নামে শিবিরের বহু নেতাকর্মী নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠক করছিল। এমন খবর পেয়ে পুলিশ ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। #এএইচ/একুশনিউজ Comments SHARES শীর্ষনিউজ বিষয়: