জাতি হারালো আরো এক প্রথিতযশা আলেমকে

প্রকাশিত: ৫:২১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০১৮

একুশ ডেক্স : বরগুনার প্রসিদ্ধ পীর, চরমোনাইর সৈয়দ এসহাক রহ. ও সৈয়দ ফজলুল করীম রহ. এর অন্যতম খলীফা মাওলানা আবদুর রশীদ শুক্রবার দিবাগত রাত ৩টায় তাঁর নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করছেন ।

ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মাওলানা আব্দুর রশিদ রহ. দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো প্রায় ৮৫ বছর।মৃত্যুকালে তিনি তিন ছেলে এবং ছয় মেয়েকে রেখে যান।

news-image

তিনি আধ্যাত্মিক জগতের একজন কামেল ব্যক্তি ছিলেন।তাঁর পরিচিতি নিজ অঞ্চল ছাড়াও দেশের সর্বত্র ছিল।পরিবার-পরিজন ছাড়াও তিনি অসংখ্য ছাত্র, ভক্ত-মুরিদান রেখে গেছেন।

মৃত্যুর আগ পর্যন্ত তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমিরের দায়িত্ব পালন করছিলেন। তিনি চরমোনাই’র বর্তমান পীর সাহেবদের অন্যতম পারিবারিক মুরুব্বিও ছিলেন।

Comments