গায়েবি মামলা দিয়ে সরকার জনগণের ওপর প্রেতাত্মাসুলভ আচরণ করছে: রিজভী

প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০১৮

স্টাফ রিপোর্টার: কাল্পনিক মিথ্যে মামলার বিস্তারের মাধ্যমে সরকার জনগণের ওপর প্রেতাত্মাসুলভ আচরণ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ।

রবিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

চলতি মাসের ২২ দিনে সারাদেশে গায়েবি মামলায় বিএনপির তিন লাখ ২৫ হাজার নেতাকর্মীকে আসামি করা হয়েছে জানিয়ে রিজভী বলেন, ‘গত তিন/চারদিনে রাজধানীর দুটি থানায় সাতটি মামলা হয়েছে। এসব মামলায় বিএনপির আইনজীবীসহ এর অঙ্গ-সংগঠনের প্রায় ১৫ শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। সারাদেশব্যাপী প্রায় ১৬ শতাধিক নেতাকর্মীর নামে মামলা দায়ের হয়েছে। গায়েবি মামলার ছড়াছড়িতে সারাদেশে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

বিএনপ মুখপাত্র বলেন, বিরোধী মত ও শক্তিকে কষ্ট দেয়া, জুলুম করা আওয়ামী লীগের স্বধর্ম। রাজনৈতিক প্রতিপক্ষকে পর্যদুস্তের জন্য সরকার এহেন অমানবিক পদ্ধতি নেই, যা তারা ব্যবহার করে না। আমরা এরই চরম প্রকাশ দেখতে পাই ২১ আগস্ট বোমা হামলা মামলায় দীর্ঘদিন পর অধিকতর তদন্তের নামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জড়ানোর ঘটনায়।

/এমএম

Comments