গাজীপুর নিবাচনের নতুন তারিখ ২৬ জুন নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১০:০২ পূর্বাহ্ণ, মে ১৪, ২০১৮ স্টাফ রিপোর্টার: স্থগিত হওয়া গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচন আগামী ২৬ জুন অনুষ্ঠিত হবে। হাইকোর্টে নির্বাচনের উপর স্থগিতাদেশ তুলে নেয়ার পর গতকাল রোববার নির্বাচন কমিশনের এক সভায় নতুন এ তারিখ নির্ধারণ করে কমিশিন। নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ গতকাল সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, নতুন করে তফসিল ঘোষণার প্রয়োজন পড়বে না। প্রার্থীরা ১৮ জুন থেকে আবারও প্রচারের সুযোগ পাবেন। উল্লেখ্য, ১৫ মে ভোটের দিন রেখে গত ৩১ মার্চ গাজীপুর ও খুলনা সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। কিন্তু ঢাকার সাভারের শিমুলিয়া ইউনিয়নের ছয়টি মৌজা গাজীপুর সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে ওই ইউনিয়নের চেয়ারম্যান এ বি এম আজহারুল ইসলাম সুরুজের রিট আবেদনের প্রেক্ষিতে গত ৬ মে নির্বাচন তিন মাস স্থগিতের নির্দেশ দেয় হাইকোর্ট। /এমএম Comments SHARES জাতীয় বিষয়: গাজীপুর নিবাচনের নতুন তারিখ ২৬ জুন