কারো উসকানিতে যেন নিজের কর্মক্ষেত্র ধ্বংস না হয়:প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৩:০০ পূর্বাহ্ণ, মে ২, ২০১৮

কারো উসকানিতে যেন নিজের কর্মক্ষেত্র ধ্বংস না হয়, সে ব্যাপারে সজাগ থাকতে শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে মালিক-শ্রমিক সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ রাখার তাগিদ দিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। মহান মে দিবস উপলক্ষে শ্রম মন্ত্রণালয় ওই অনুষ্ঠানের আয়োজন করে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা বরাত দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘মানুষের অধিকার সবার উপরে তাই সবাইকে সম্মান দিয়ে চলতে হবে।’

শ্রমিক ও মেহনতি মানুষের কল্যাণে নেওয়া তাঁর সরকারের বিভিন্ন উদ্যোগের উল্লেখ করে শেখ হাসিনা জানান, বেতন-ভাতা বাড়ানোসহ শ্রমিকদের সার্বিক কল্যাণে কাজ করছে সরকার।

Comments