আমেরিকার জনগণ একটা বিপজ্জনক সময়ের মধ্যে বসবাস করছে: ওবামা নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০১৮ আন্তর্জাতিক ডেস্ক: ক্ষমতা অপব্যবহারের অভিযোগ তুলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকান আইন প্রণেতাদের তীব্র সমালোচনা করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ওবামা বলেন, ট্রাম্প প্রশাসন দেশকে বিভক্ত করে ফেলেছে এবং আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকা মিত্র হারাচ্ছে। গতকাল শুক্রবার ইলিনয়েস বিশ্ববিদ্যালয়ে দেয়া বক্তব্যে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমেরিকার জনগণ একটা বিপজ্জনক সময়ের মধ্যে বসবাস করছে। এছাড়া, মার্কিন গণতন্ত্রের জন্য প্রেসিডেন্ট ট্রাম্প ও রিপাবলিকান কংগ্রেস সদস্যরা হুমিক সৃষ্টি করেছেন বলেও তিনি মন্তব্য করেন তিনি। আগামী নভেম্বর মাসে অনুষ্ঠেয় কংগ্রেসের মধ্যবর্তী নির্বচনকে ঈঙ্গিত করে বারাক ওবামা বলেন, মার্কিন রাজনীতিতে সুস্থতা ফিরিয়ে আনার জন্য আমাদের সামনে দুই মাস সময় আছে। এক্ষেত্রে আপনি ও আপনার ভোট বড় ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকান আইন প্রণেতারা শুধু গণতন্ত্রের জন্য হুমকি নয় বরং বড় হুমকি হচ্ছে হতাশাবাদ যা আমেরিকাকে ঘিরে ধরছে। /এমএম Comments SHARES আন্তর্জাতিক বিষয়: